ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাটির বক্সে পড়ে ইটভাঁটি শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫০, ১২ এপ্রিল ২০১৭

মাটির বক্সে পড়ে ইটভাঁটি শ্রমিকের মৃত্যু

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১১ এপ্রিল ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়ায় নবনির্মিত ‘আল-আলী’ অটো ব্রিক্সের মাটির বক্সে পড়ে বক্কার শেখ (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটে। বক্কার ভাটপাড়া গ্রামের ছিরু শেখের ছেলে। সে দুই সন্তানের জনক। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। জানা যায়, বক্কার শেখ মাটির বক্সে মাটি সরবরাহের কাজ তদারকি করত। বক্সের ভেতরে বাতাসে মাটি টেনে নিত। এ সময় আকস্মিকভাবে বক্কার বাতাসের টানে ভেতর চলে যায়। পরে মেশিন বন্ধ করে তাকে মৃত অবস্থায় বের করা হয়। ভাটার মালিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামচুজ্জামান ঝুনু মিয়া শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি দুর্ঘটনা। অস্ত্রসহ আটক দুই ॥ মাইক্রোবাস জব্দ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১১ এপ্রিল ॥ চট্টগ্রাম-কক্সবাজারের রুটে বাঁশখালী প্রধান সড়ক এলাকায় বাঁশখালী থানা পুলিশ যানবাহনে তল্লাশি চালিয়ে সুটার গান ও এলজি ১৬ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে আটক করেছে। এ সময় অস্ত্র ব্যবসায়ীদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। জানা যায়, উপজেলার পুঁইছড়ি এলাকার প্রধান সড়কে একদল পুলিশ তল্লাশি চৌকি বসায়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চলাকালে মাইক্রোবাস হতে একটি স্যুটার গান ও একটি এলজি, ১২ রাউন্ড কার্তুজ ও ৪ রাউন্ড রাইফেলের বুলেটসহ দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রিংভং গ্রামের আবুল কালাম ও একই উপজেলার চুমরেফাড়ি এলাকার সেলিম। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস নং- ঢাকা মেট্রো চ-১৩-১৭৪১ জব্দ করে পুলিশ। ঝিনাইদহে আটক ৮৫ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ এপ্রিল ॥ পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সে সময় একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারকৃতদের নামে ঝিনাইদহের বিভিন্ন থানায় নাশকতাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপার্দ করা হয়েছে। অস্ত্রসহ ২ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১১ এপ্রিল ॥ চট্টগ্রাম-কক্সবাজার রুট বাঁশখালীর প্রধান সড়ক এলাকায় পুলিশ যানবাহনে তল্লাশি চালিয়ে বিদেশী শুটার গান ও দেশীয় এলজির ১৬ রাউন্ড কার্তুজসহ ২ যুবককে আটক করেছে। এ সময় অস্ত্র ব্যবসায়ীদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুলিশ স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। এদিকে অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। জানা যায়, উপজেলার পুঁইছড়ি এলাকার প্রধান সড়কে পুলিশ তল্লাশি চৌকি বসায়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চলাকালে মাইক্রোবাস হতে একটি শ্যুটার গান ও একটি দেশীয় এলজি, ১২ রাউন্ড কার্তুজ ও ৪ রাউন্ড রাইফেলের বুলেটসহ ২ যুবককে হাতে নাতে আটক করে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রিংভং গ্রামের আবুল কালাম ও একই উপজেলার চুমরেফাড়ি এলাকার সেলিম। তুলার গোডাউনে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুলার গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার গভীর রাতে উপজেলার হাটাব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, হাটাব বাজার এলাকায় তার ল্যাপÑতোশকের দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ৩টার দিকে তার দোকানের তুলার গোডাউনে আগুন লাগে। ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। উখিয়ায় ৫ ডাকাত আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি অস্ত্র। সোমবার রাতে উখিয়ার থাইনখালীর বড়ঘোনা এলাকায় পুলিশ এ অভিযান চালায়। আটক ডাকাতরা হলোÑ উখিয়ার তেলখোলার নুর বশর, আবদুস সালাম, তানজিমার খোলার জোবাইদুল ইসলাম, নুরুল আবছার ও ফরিদ আলম। আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ ॥ আহত-১০ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পশ্চিম দুধল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আটটায়। পুলিশ জানায়, কলসকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম দুধল আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে তিন ভাই ওয়াহেদ খান, সোহরাব খান ও হায়দার আলী খান প্রার্থী হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে তিন ভাইয়ের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। গণপিটুনিতে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার রাত ৮টায় কসবায় গণপিটুনিতে ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম মামুন মিয়া (৩৫)। সে কসবা উপজেলার সীমান্তবর্তী কাইয়ুমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের রহিছ মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে। সে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। রাতে মঈনপুর গ্রামে এসে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জমি নিয়ে বিরোধ ॥ ঘরে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ এপ্রিল ॥ সদর উপজেলার কালিকাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দফায় দফায় বসতঘরে অগ্নি-সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর এলাকায় জমি-জমা নিয়ে নুরুজ্জামান রাঢ়ী ও খবির মাতুব্বরের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর থেকে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ দুটি বসতঘর পুড়িয়ে দেয়। এছাড়াও কমপক্ষে ৫ বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। আমতলীতে বাসস্ট্যান্ড না থাকায় যাত্রীদের দুর্ভোগ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১১ এপ্রিল ॥ পটুয়াখালী-বরগুনা-কলাপাড়া-কুয়াকাটা ও তালতলীর সড়ক পথের সংযোগ স্থান আমতলী পৌরসভা। এখানে নেই কোন বাসস্ট্যান্ড। আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও আজও তা নির্মিত হয়নি। যাত্রীবাহী বাস ও দূরপাল্লার পরিবহনগুলো সড়কের বেশ কয়েকটি স্থানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। যাত্রী ছাউনি না থাকায় মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিদিন বাঁধঘাট চৌরাস্তা, একে স্কুল ও হাসপাতাল সড়কে যানজট লেগেই থাকে। প্রতিদিন এ সড়ক দিয়ে শতাধিক বাস ও দূরপাল্লার বাস ও যানবাহন চলাচল করছে। বাসস্ট্যান্ড না থাকায় বাস, পরিবহন বাস,পিকআপ ও টেম্পু রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। এতে বাঁধঘাট চৌরাস্তায় সব সময় যানজট লেগেই থাকে। আমতলী পৌর শহর জনগুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ও পৌরসভা বাসস্ট্যান্ড নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছে না। বিজ্ঞানমেলা শুরু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। মেলায় উপজেলার ১২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিনিয়র, জুনিয়র ও বিশেষ গ্রুপে ৩৮ স্টলে তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস সভাপতিত্ব করেন।
×