ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোভে ক্ষতবিক্ষত বরেন্দ্র ভূমি ॥ বিলুপ্ত আদি বৈচিত্র্য

প্রকাশিত: ০৪:৪৯, ১২ এপ্রিল ২০১৭

লোভে ক্ষতবিক্ষত বরেন্দ্র ভূমি ॥ বিলুপ্ত আদি বৈচিত্র্য

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ লোভের থাবায় ও মনুষ্য কুঠারাঘাতে ক্ষতবিক্ষত বরেন্দ্র ভূমি ক্রমেই হারাতে বসেছে তার আদি বৈশিষ্ট্য। দিন দিন কোদালের কোপে সৌন্দর্য হারিয়ে ফেলছে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমিখ্যাত উত্তরের বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত পুরো বরেন্দ্র অঞ্চল। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে বরেন্দ্র ভূমি তার জৌলুস হারিয়ে নিষ্প্রাণ ভূমিতে পরিণত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ প্রেক্ষিতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু ভূমির বৈচিত্র্য রক্ষার দাবি উঠেছে। মঙ্গলবার নগরীর সাধারণ গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বরেন্দ্রের ভূমি বৈচিত্র্য রক্ষার দাবি জানানো হয়েছে। বরেন্দ্র শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্র আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বরেন্দ্র ভূমির বৈশিষ্ট্য রক্ষায় তিনদফা দাবিও পেশ করেছে। দাবিগুলো হলো- ভৌগোলিক ও প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু ভূমি কেটে সমতলে পরিণত বন্ধ করতে হবে। প্রাকৃতিক জলাধার তথা বিল এবং কৃষিজমি নষ্ট করে পুকুর খনন বন্ধ করতে হবে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে ভূমির ঐতিহ্য রক্ষায় কার্যকর আইন প্রয়োগ করতে হবে। বরেন্দ্র রক্ষায় কাজ করছে এমন স্থানীয় সংগঠন বরেন্দ্র শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের সভাপতি জাওয়াদ আহমেদ রাফি ও সাধারণ সম্পাদক শামীউল আলীম শাওন জানান, বরেন্দ্র ক্রমেই তার বৈশিষ্ট্য হারাচ্ছে। এখন আর উঁচু-নিচু সিঁড়ির মতো ভূমি থাকছে না। মানুষের লোভের থাবায় ক্রমেই ক্ষতবিক্ষত এ ভূমি তার জৌলুস হারিয়ে নিষ্প্রাণ ভূমিতে পরিণত হচ্ছে।
×