ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও স্থগিত করল হাইকোর্ট

বাঁশখালী ইউপি নির্বাচন

প্রকাশিত: ০৪:৪৯, ১২ এপ্রিল ২০১৭

বাঁশখালী ইউপি নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ১১ এপ্রিল ॥ বাঁশখালীর ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার হাইকোর্টের দেয়া তিন মাসের জন্য স্থগিতাদেশের একদিন পর আবারও এক রিট আবেদনের প্রেক্ষিতে দুই মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করে। সূত্রমতে, উপজেলার ১১ ইউনিয়ন থেকে ১১ জনের একটি প্রতিনিধি টিম জসীমউদ্দিন নেতৃত্বে সাধারণ জনগণের পক্ষে নতুন তফসিলে ভোটগ্রহণের জন্য একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি করেন ব্যারিস্টার হাছান আরিফ। ওই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট শুনানির পর বাঁশখালীর ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন আবারও ২ মাসের জন্য স্থগিত আদেশ প্রদান করে। এদিকে রিট বিরোধী আপীলকারী সুপ্রীমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট মিজানুর সিকদার জানান, বাঁশখালীর ইউপি নির্বাচন নিয়ে ৩টি দায়ের করা রিটে আগামী বৃহস্পতিবার আপীল শুনানি করা হবে। এদিকে বাঁশখালীতে একের পর এক নির্বাচন স্থগিত ঘোষণার কারণে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
×