ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে যুবলীগের কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৪৯, ১২ এপ্রিল ২০১৭

যশোরে যুবলীগের  কমিটি বাতিল  দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত সদর উপজেলা ও শহর যুবলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে দুদিন ধরে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের একটি অংশ। মঙ্গলবার দুপুরেও শহরের গাড়িখানা রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করা হয়। এর নেতৃত্বে ছিলেন বিলুপ্ত সদর উপজেলা যুবলীগের কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু ও শহর যুবলীগের সভাপতি মোস্তফা কামাল পর্বত। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কেন্দ্র থেকে সম্মেলনের প্রস্তুতি নিতে বলে তার দুদিন পরই একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে চিহ্নিত সন্ত্রাসী, ভিন্ন জেলার বাসিন্দা ও বিএনপিপন্থীদের রাখা হয়েছে। যা সাধারণ নেতাকর্মীরা মেনে নিতে পারছে না। তাই ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। জানা গেছে, যশোরে তৃণমূলের মতামত ছাড়া কেন্দ্র থেকে গঠিত যশোর সদর ও শহর যুবলীগের আহবায়ক কমিটিতে ছাত্রদল নেতা, শীর্ষ সন্ত্রাসীসহ চিহ্নিত অপরাধীরা ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। দলীয় সূত্র জানায়, সোমবার যশোর শহর ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি প্রকাশ পায়। ২১ মার্চ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এ কমিটি যশোরে পৌঁছানোর পর স্থানীয় পর্যায়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার দুপুরে সদর উপজেলা ও শহর যুবলীগের নেতাকর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। যুবলীগের নেতারা অভিযোগ করেন, শহর যুবলীগের সদ্য ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মাহমুদুল হাসান মিলুকে। মিলু মাগুরা জেলার বাসিন্দা এবং ছাত্রলীগ-যুবলীগ কোন পর্যায়ের কোন কমিটিতেই তিনি ছিলেন না। এই কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন যশোরের শীর্ষ সন্ত্রাসী মেহেবুব রহমান ম্যানসেল। এ আহ্বায়ক কমিটির সদস্য ঘোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সজলের বিরুদ্ধে পলাশ হত্যা মামলা এবং জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক কামাল হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে। কাজীপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফেরদৌস হোসেন সমরাজও রয়েছেন এ কমিটিতে। একই সাথে ঘোষিত সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক মাজাহার ব্যাংকার রেজাউল হত্যা মামলা এবং গিয়াস উদ্দিন হত্যা প্রচেষ্টা মামলার আসামি। আরেক যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহীদ কয়েক বছর আগে একট্রাক ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক হয়েছিলেন। কমিটিতে এ ধরনের সন্ত্রাসী ও বিতর্কিতরা ঠাঁই পাওয়ায় স্থানীয় পর্যায়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে শুধু যশোর শহর ও সদর উপজেলাই নয়, এর আগে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। বাঘারপাড়ায় আহ্বায়ক হয়েছেন স্থানীয় এমপি রণজিৎ রায়ের ছেলে রাজীব রায়। স্থানীয়দের অভিযোগ, কোন পর্যায়ের রাজনীতির সাথেই তার সংশ্লিষ্টতা নেই।
×