ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:৪৮, ১২ এপ্রিল ২০১৭

কুষ্টিয়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১১ এপ্রিল ॥ কুষ্টিয়ায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আবু হানিফ (৬০)। তিনি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি ম-লপাড়া গ্রামের মৃত হাজ্জুদি খামারুর পুত্র। মঙ্গলবার সকালে এ উপজেলার বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাধবপুরের একটি কলাবাগান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা তাকে অন্য কোন জায়গায় হত্যা করে মৃতদেহ কলা বাগানে ফেলে দেয়া হয়। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সোলাইমান শাহ্ (রঃ) মাজার শরিফে ওরসে যোগ দেয়ার জন্য আবু হানিফ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকাল স্থানীয়রা ওই বিদ্যালয়সংলগ্ন কলা বাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পঞ্চগড়ে যুবকের মৃতদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, করতোয়া নদী থেকে শরিফুল ইসলাম শরীফ (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয় বলে ধারণা করছেন পরিবারের লোকজন ও তেঁতুলিয়া থানা-পুলিশ। মঙ্গলবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের জয়গুণজোত এলাকায় করতোয়া নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম সাতমেরা ইউনিয়নের ডুবানুচি গ্রামের হাতেম আলীর ছেলে এবং সে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত বলে জানিয়েছে পরিবারের লোকজন। মাধবপুরে যুবক সংবাদদাতা মাধবপুর হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর থানা-পুলিশ মঙ্গলবার সকালে রসুলপুর রেললাইনের পাশ থেকে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। জানা যায়, ওইদিন সকালে স্থানীয় লোকজন রসুলপুর রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, গত সোমবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার পর থেকে তার মুঠোফোন বন্ধ ছিল। আদমদীঘিতে হত্যা নিয়ে গুঞ্জন নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, মঙ্গলবার সকালে বগুড়ার আদমদীঘিতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এনিয়ে নানা গুঞ্জন চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার নশরতপুর ইউপির চাটখইর গ্রামের মৃত তয়েজ সোনারের ছেলে হবিবর রহমান হবিকে (৫০) মঙ্গলবার সকালে বাড়ির ছাদের লোহার রডের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
×