ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেশবপুরে বালু উত্তোলন ॥ জমি ও সড়কে ধস

প্রকাশিত: ০৪:৪৭, ১২ এপ্রিল ২০১৭

কেশবপুরে বালু উত্তোলন ॥ জমি ও সড়কে ধস

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১১ এপ্রিল ॥ শ্রীরামপুর কাউরাপাড়া মাঠে সমতল জমি খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি তিন জায়গায় মেশিন দিয়ে বালু উত্তোলন করে গভীর জলাশয় করায় ওই এলাকার কৃষি জমি ও দুটি রাস্তা ধসে পড়ছে। এলাকাবাসী প্রশাসনকে জানিয়েও কোন ফল পাননি। দীর্ঘ কয়েক বছর ধরে একটি মহল অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বিশাল এলাকাজুড়ে বড় বড় গভীর খাদের সৃষ্টি করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করে চলেছে। ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার সরেজমিন গিয়ে দেখা যায় মঙ্গলকোট ভায়া সরসকাটি সড়কের পাশে শ্রীরামপুর কাউরাপাড়া মাঠে আলী রেজা বিশ্বাসের জমি থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। জমির মালিকের ছেলে মাসুম জানান, তাদের এক একর সমতল জমি থেকে বালু তুলে জলাশয় তৈরি করে মাছের ঘের করবেন। এলাকার আলতাপ হোসেন ও সাজ্জাত আলী বিনা খরচে মেশিন দিয়ে বালু তুলে জলাশয় করে দিচ্ছে। এতে জমির মালিকের জলাশয় তৈরি করতে বালু উত্তোলনকারীদের কোন খরচ দেয়া লাগবে না। সড়কের গা ঘেঁষে ওই এক একর জমিতে ২০ ফুটেরও বেশি গভীর গর্ত করে বালু উত্তোলন করা হচ্ছে। জলাশয়ের মধ্যে প্রায় ৫০ ফুট মাটির নিচে পাইপ বসিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কাজ চলছে। চারপাশের জমির মালিক বলেন, বালু উত্তোলন করে গভীর গর্ত করায় তাদের চাষের জমি হুমকির মুখে। যেকোন সময় ধসে যাবে। বালু তোলার কারণে এলাকায় পানি লেয়ার অনেক নিচে নেমে গেছে। শ্যামাপদ জানান, বালু উত্তোলন বন্ধ করতে তিনি উপজেলা বির্বাহী অফিসারের নিকট লিখিত ও মৌখিক অভিযোগ করেও কোন ফল হয়নি। এছাড়া একই এলাকার সামাদের তিন বিঘা জমির বালু উত্তোলনের ফলে সবুরের জমি ধসে পড়েছে। গর্তের পাশ দিয়ে সড়কও ধসে গেছে। এলাকার ইউপি সদস্য শ্যামল মল্লিক জানান, ড্রেজার মেশিন দিয়ে সমতল জমি থেকে বালু উত্তোলন করায় গভীর খাদের পাশ দিয়ে এলাকার লোকজনের চলাচলের সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। ফসলি জমিও ধসে পড়ছে। ফলে কৃষকরা ক্ষতির শিকার হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির জানান, অভিযোগ পেয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছিল। নিষেধ অমান্য করে আবারও বালু উত্তোলন করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×