ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ০৪:৪৭, ১২ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুরে ৪ জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ এপ্রিল ॥ সদর উপজেলার রশিদপুরে প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম গণধর্ষণ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে চারজনের মৃত্যুদ-াদেশ, একই সঙ্গে প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলোÑ লক্ষ্মীপুর সদর থানার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাছির, হাসেমের ছেলে মাসুদ আলম, তোফায়েল আহম্মদের ছেলে বাহার ও আলী আহম্মদের ছেলে মহিন হোসেন। ফাঁসির দ-প্রাপ্ত চার আসামির মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ আগস্ট রাতে রশিদপুর গ্রামের প্রবাসী মোঃ দুলালের স্ত্রী মমতাজ বেগমের ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে আসামিরা গণধর্ষণ করে পালিয়ে যায়। নেত্রকোনায় একজন নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কলমাকান্দা উপজেলার বাঘারপাড় গ্রামের ভজন দাসকে(২৮) হত্যার দায়ে একই উপজেলার ছোট শালজান গ্রামের সুরজামালকে(২৭) মৃত্যুদ- দিয়েছে আদালত। মঙ্গলবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন। মামলার বিবরণে প্রকাশ, ছোট শালজান গ্রামের চা বিক্রেতা সুরজামালের সঙ্গে বাঘারপাড় গ্রামের মাছ বিক্রেতা ভজন দাসের তুচ্ছ বিষয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সুরজামাল তাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে ভজন দাস দুর্গাপূজা দেখতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তিন দিন পর সদরের পশ্চিম বাজারের একটি অটো রাইস মিলের পেছনে কুঁড়ার বস্তার মধ্যে তার জবাইকৃত এবং পোড়ানো লাশ পাওয়া যায়।
×