ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট পরবর্তী পরিকল্পনা চায় ব্যাংক অব ইংল্যান্ড

প্রকাশিত: ০৪:৪০, ১২ এপ্রিল ২০১৭

ব্রেক্সিট পরবর্তী পরিকল্পনা চায় ব্যাংক অব  ইংল্যান্ড

ব্যাংক অব ইংল্যান্ড লন্ডনের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ব্রেক্সিট পরবর্তী আপৎকালীন পরিকল্পনা প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে এবং এ সঙ্গে ব্যাংকের গবর্নর মার্ক কার্নে সতর্কতা উচ্চারণ করে বলেছেন। ব্রিটেন ও দ্বিধাগ্রস্ত ইইউ সদস্যের মধ্যে আলোচনা হলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি দেখা দেবে। খবর বেলফেস্ট টেলিগ্রাফ অনলাইনের। ব্যাংকের প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটি (পিআরএ) যুক্তরাজ্য ও ইইউয়ের মধ্যে সীমান্তে কর্মকা- নিয়ে সকল ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি দিয়েছে। চিঠিতে চুক্তি না হওয়ার পরিণতিসহ ব্রেক্সিট আলোচনায় সকল রূপরেখা তৈরির জন্য নির্দেশ দেয়া হয়েছে। গবর্নর কার্নে বলেছেন, ব্রিটেন ও ইইউয়ের মধ্যে নতুন সম্পর্কে অন্তবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতায় সত্যিকার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, ব্রেক্সিটের পর অর্থনৈতিক বিধির বিপর্যয় ডেকে আনা উচিত হবে না। তিনি লন্ডনে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, এ চিঠির প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে, সকল প্রতিষ্ঠান সম্ভাব্য সকল রূপরেখা উল্লেখ করে আপৎকালীন পরিকল্পনা তৈরি করবে। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা এক সন্ধিস্থলে এসে পৌঁছেছে এবং ব্রিটেনকে এমন একটা শীর্ষ উপায় গ্রহণ করতে হবে যাতে করে এক নতুন দায়িত্বশীল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি তৈরি হতে পারে। এতে করে সৃষ্টি হবে আরও চাকরির সুযোগ, উচ্চতর প্রবৃদ্ধি ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা। তিনি বলেন, ব্রিটেন ও ইইউ অর্থনৈতিক বিধি গড়ে তুলতে একটি চুক্তি স্বাক্ষরের জন্য আদর্শগত অবস্থানে রয়েছে। তিনি ব্রেক্সিট আলোচনাকে দায়িত্বশীল অর্থনৈতিক বিশ্বায়নের জন্য এক ‘লিটমাস টেস্ট’ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমরা একটা অবস্থান থেকে শুরু করেছি যেখানে সকল সংশ্লিষ্টদের জন্য উৎকৃষ্ট উপায় এখনি প্রস্তুত রয়েছে এবং সর্বোচ্চভাবে কাক্সিক্ষত রয়েছে। প্রধানমন্ত্রী টেরেসা মে ইইউ ত্যাগে অনুচ্ছেদ ৫০ প্রয়োগ করে গত সপ্তাহে আলোচনা শুরু করার পর কার্নে এই প্রথম সংশ্লিষ্ট বিষয়ের ওপর বক্তব্য রাখলেন।
×