ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প নিয়ে অনুসন্ধান এনে দিল পুলিৎজার পুরস্কার

প্রকাশিত: ০৪:৪০, ১২ এপ্রিল ২০১৭

ট্রাম্প নিয়ে অনুসন্ধান এনে দিল পুলিৎজার পুরস্কার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় জনহিতকর কাজে দান করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে অঙ্গীকার করেছিলেন তার ওপর অনুসন্ধানী প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক পুলিৎজার পুরস্কার পেয়েছেন। ডেভিড ফারেন হোল্ড নামের এই সাংবাদিক ২০০৫ সালের এক টেপ থেকে মহিলাদের প্রতি ট্রাম্পের অশ্লীল ভাষা প্রয়োগের তথ্য তুলে ধরেছিলেন। খবর বিবিসির। এবার ডেভিড ফারেন হোল্ড নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প সাবেক সেনা সদস্যদের সংগঠনকে ৬০ লাখ মার্কিন ডলার দান করার যে অঙ্গীকার করেনÑ তার পেছনে আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা, এ সময় তার অনেক জনহিতকর কাজের অতিশয়োক্তি করা হয়েছে। সাংবাদিক ফারেন হোল্ড সম্পর্কে পুলিৎজার বোর্ড বলেছে, এই বস্তুনিষ্ট প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তিনি স্বচ্ছ সাংবাদিকতার একটি আদর্শ স্থাপন করেছেন এবং ট্রাম্পের বদান্যতার দাবির প্রতি সন্দেহ প্রকাশ করেছেন।
×