ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শীঘ্রই বাণিজ্যিক উৎপাদনে আসবে এমারেল্ড অয়েল

প্রকাশিত: ০৪:৩৮, ১২ এপ্রিল ২০১৭

শীঘ্রই বাণিজ্যিক উৎপাদনে আসবে এমারেল্ড অয়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুরোদমে বাণিজ্যিক উৎপাদনে আসার চেষ্টা করছে। এখন কোম্পানিটি স্বল্প পরিসরে বাণিজ্যিক উৎপাদন করছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে। সূত্রে জানা যায়, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ বেসিক ব্যাংকের ঋণ নিয়ে বড় সমস্যার মধ্যে রয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। তবে খুব শীঘ্রই ঘুরে দাঁড়ানোর চেষ্টা রয়েছে বলে জানা গেছে। ডিএসই সূত্র আরও বলছে, চলতি মূলধন সঙ্কটে কোম্পানিটির এখন স্বল্প পরিসরে উৎপাদন চলছে। তবে আশা করা হচ্ছে, একমাসের মধ্যে পুরোদমে বাণিজ্যিক উৎপাদনে যাবে কোম্পানিটি। মেশিনারিজ ও সরঞ্জাম বার্ষিক সার্ভিসিংয়ের কারণে ২০১৬ সালের ২৭ জুন থেকে ২০ আগস্ট উৎপাদন বন্ধ ছিল কোম্পানিটির। বছরে একবার মেশিনারিজ ও সরঞ্জাম মেরামত করতে ৩৫ থেকে ৪০ দিন সময় লাগে। তবে ওই বছর বর্ষা মৌসুমের কারণে বার্ষিক সার্ভিসিং করতে দেরি হয় বলে জানা যায়। কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয় ১৫ টাকা ৭৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৭ টাকা ২৩ পয়সা। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। কোম্পানির পরিশোধিত মূলধন রয়েছে ৫৯ কোটি ৭১ লাখ টাকা এবং মোট শেয়ার রয়েছে ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। কোম্পানির মোট শেয়ারের ২৮.৪২ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯.৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬২.১৩ শতাংশ শেয়ার।
×