ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচকের নেতিবাচক প্রবণতা

প্রকাশিত: ০৪:৩৮, ১২ এপ্রিল ২০১৭

পুুঁজিবাজারে সূচকের নেতিবাচক প্রবণতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৪ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৩ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৭৬০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৭ কোটি ৭৬ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ৭২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফিন্যান্স, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, সিটি ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, তুং হাই নিটিং, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, প্রাইম ব্যাংক ও আইএফআইসি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফারইস্ট ফিন্যান্স, এমারেল্ড ওয়েল, রিজেন্ট টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, হাক্কানী পাল্প, তুং হাই নিটিং, সায়হাম টেক্সটাইল, ফাস ফিন্যান্স, ড্রাগন সোয়েটার ও ইয়াকিন পলিমার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ব্র্যাক ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যাল, জুটস স্পিনার্স, সামাতা লেদার, আইসিবিএএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, আইএফআইসি, সানলাইফ ইন্স্যুরেন্স, ফার্মা এইড, ইউনিয়ন ক্যাপিটাল ও ন্যাশনাল টি। অন্যদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, সিটি ব্যাংক, হামিদ ফেব্রিক্স, তুং হাই নিটিং, লঙ্কাবাংলা ফিন্যান্স, ইভিন্স টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো ও সাইফ পাওয়ারটেক।
×