ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১২০ কোটি ডলার বিনিয়োগ করবে ফোর্ড

প্রকাশিত: ০৪:৩৭, ১২ এপ্রিল ২০১৭

১২০ কোটি ডলার বিনিয়োগ করবে ফোর্ড

যুক্তরাষ্ট্রের মিশিগানের ৩টি প্ল্যান্ট পুনর্গঠনের জন্য ১২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। এর মধ্যে ওয়েনের ফ্যাক্টরিতে যন্ত্রাংশ তৈরিতে ব্যয় হবে ৮৫ কোটি ডলার, যেখানে ব্রনকো ও রেঞ্জার মডেলের গাড়ি তৈরি হবে। এছাড়া ফ্ল্যাট রকের প্ল্যান্টের পরিধি বাড়াতে ব্যয় হবে ৭০ কোটি ডলার। আর রোমিওর ইঞ্জিন পার্টসের প্ল্যান্টে ১৩০ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ট্রাম্পের হুঁশিয়ারির পর চলতি বছরের জানুয়ারিতে ফোর্ড কর্তৃপক্ষ আরও জানায়, ১৬০ কোটি ডলার ব্যয়ে মেক্সিকোয় প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা স্থগিত হতে পারে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -অর্থনৈতিক রিপোর্টার
×