ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা

প্রকাশিত: ০৪:৩৭, ১২ এপ্রিল ২০১৭

রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে  বৈশাখের কেনাকাটা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পহেলা বৈশাখ উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলোতে। ক্রেতারা বলছেন, এবার পোশাকের দাম বেশি। বিক্রেতারাও জানালেন, দাম বাড়লেও তা ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। আর মাত্র ক’দিন পরই বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই আনন্দে উজ্জীবিত হয়ে বৈশাখকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে সবাই। কে কেমন সাজে বৈশাখী উৎসবে অংশ নেবে তা নিয়ে চলছে নানা পরিকল্পনা। এ লক্ষে নগরীর বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের কেনাকাটার ভিড়। বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের আছে নিজস্ব সংগ্রহ এবং ভিন্নতা। সবাই নতুন কালেকশন ক্রেতাদের জন্য সাজিয়ে রেখেছে। পোশাকে দেশীয় ঐতিহ্যের পাশাপাশি রয়েছে আধুনিকতার সমন্বয়। লাল-সাদার পাশাপাশি রং হিসেবে মূলত ব্যবহার করা হয়েছে মেরুন, কমলা, অফ হোয়াইট ও ম্যাজেন্ডা। উজ্জ্বল রং ব্যবহার করে পোশাকগুলোকে দেয়া হয়েছে উৎসবের আমেজ। ক্রেতারা জানান, এ বছর বৈশাখের কালেকশন বেশি। বৈচিত্র্য আনা হয়েছে ডিজাইনেও। তবে দাম গতবারের চেয়ে একটু বেশি। তবে বিক্রেতাদের দাবি, দাম সহনীয় পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলোতে কেনাকাটা আরও বাড়বে বলেও জানান বিক্রেতারা।
×