ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএস শিক্ষা ক্যাডার

পদায়ন নীতিমালা ২০১৭ জারি

প্রকাশিত: ০৮:১০, ১১ এপ্রিল ২০১৭

 পদায়ন নীতিমালা  ২০১৭ জারি

স্টাফ রিপোর্টার ॥ এক দফতর বা সংস্থায় একনাগাড়ে তিন বছরের বেশি থাকতে পারবেন না বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এমনকি একটি দফতর থেকে বদলি করে সরাসরি অন্য কোন দফতরেও যেতে পারবেন না কর্মকর্তারা। তাদের মধ্যবর্তী সময়ে কমপক্ষে দুই বছর সরকারী কলেজে চাকরি করতে হবে। সোমবার বিভিন্ন দফতর, অধিদফতর ও সংস্থায় পদায়ন নীতিমালা ২০১৭ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন স্বাক্ষরিত নীতিমালার আট ধারায় আরও বলা হয়েছে, নীতিমালায় যাই থাকুক না কেন সরকারী জরুরী প্রয়োজনে যে কোন সময় যে কোন কর্মকর্তাকে যে কোন দফতর, অধিদফতর ও সংস্থায় পদায়ন করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালার আট নম্বর ধারার মাধ্যমে মূলত মন্ত্রণালয়ের পছন্দের কর্মকর্তাকে ইচ্ছেমতো পদায়নের সুযোগ রাখা হয়েছে। নীতিমালায় আরও বলা হয়, বিভিন্ন দফতর ও সংস্থায় পদায়নের জন্য প্রতিবছর এপ্রিল ও অক্টোবরে আগ্রহী কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেয়া হবে। নির্ধারিত মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে অনুমোদিত ফরমে ই-মেইলযোগে আবেদন করতে হবে। শিক্ষামন্ত্রীকে সভাপতি করে প্রার্থী যাচাই কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও অনুবিভাগ ও প্রতিষ্ঠানের প্রধানকে সদস্য ও উপ-সচিবকে (কলেজ) সদস্য সচিব করা হয়েছে। প্রার্থী যাচাই কমিটি সুবিধামতো সময়ে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণপূর্বক একটি ফিটলিস্ট প্রস্তুত করবে। এই ফিটলিস্ট থেকে পদায়ন করা হবে। নীতিমালায় বলা হয়েছে, একজন কর্মকর্তা সমগ্র চাকরি জীবনে অনধিক তিনবার, তবে মোট ছয় বছরের বেশি দফতর-অধিদফতর-সংস্থায় কর্মরত থাকতে পারবেন না। তবে এক্ষেত্রে কোন কারণে ওএসডি হিসেবে কর্মকালকে বিবেচনা করা হবে না।
×