ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

প্রকাশিত: ০৮:০৭, ১১ এপ্রিল ২০১৭

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক  প্রতিবেদন পেশ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে সোমবার বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রীমকোর্টের বার্ষিক প্রতিবেদন ২০১৬ হস্তান্তর করেছেন। প্রধান বিচারপতি সুপ্রীমকোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠককালে প্রতিনিধি দল ওই প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসর। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য বিচার বিভাগের ডিজিটাইলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। সিলেটে ডিজিটাইলাইজেশন প্রচলনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘ইতোমধ্যে খুবই ইতিবাচক সাড়ার মধ্য দিয়ে ডিজিটাইলাইজেশন পদ্ধতি চালু হয়েছে।’ প্রধান বিচারপতি সাবলীল ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে সকল বিভাগে অথবা শাখায় ডিজিটাইলাইজেশন পদ্ধতি চালু করার জন্য রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রতিনিধি দলকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দুই সৌদি ইমাম ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের বিস্তার রোধে ইসলাম সম্পর্কে অপপ্রচার বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। মসজিদুল হারামের ইমাম ড. মোহাম্মদ বিন নাসের বিন মোহাম্মদ আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম আব্দুল মেহসিন মোহাম্মদ আল কাসিম সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় সৌদি আরবের উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে কোন পদক্ষেপে সর্বাত্মক সহায়তা দেবে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশে সৌদি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৌদি প্রতিনিধি দলের এ সফর বন্ধুপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশ্বাস, ধর্ম, মূল্যবোধ এবং প্রত্যাশার ভিত্তিতে গড়ে উঠা দু’দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আরও জোরদার হবে।
×