ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদ সদস্যদের হেয় করাই টিআইবি রিপোর্টের উদ্দেশ্য ॥ আসম ফিরোজ

প্রকাশিত: ০৮:০৭, ১১ এপ্রিল ২০১৭

সংসদ সদস্যদের হেয় করাই টিআইবি রিপোর্টের উদ্দেশ্য ॥ আসম ফিরোজ

সংসদ রিপোর্টার॥ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র দেয়া গবেষণা প্রতিবেদনের কঠোর সমালোচনা করে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, বিদেশের সঙ্গে সরকারের সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন না করার বিষয়ে জাতীয় সংসদের কোন দায়-দায়িত্ব নেই। বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। টিআইবি সব সময়ই এ ধরনের উদ্দেশ্যমূলক ও নেতিবাচক গবেষণা প্রকাশের মাধ্যমে এমপিদের হেয়প্রতিপন্ন করে। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত রবিবার এক সংবাদ সম্মেলনে টিআইবি সপ্তম সংসদ থেকে ত্রয়োদশ অধিবেশন পর্যন্ত সংসদীয় কার্যক্রমের ওপর গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তার প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, টিআইবির প্রতিবেদনে ওই সময়ের মধ্যে ৫৯টি আন্তর্জাতিক চুক্তি হলেও তা সংসদে তোলা হয়নি বলে যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। কারণ সংবিধানের ১৪৫-এর ‘ক’ অনুচ্ছেদের বলা হয়েছে, ‘বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন।’ তাই বিষয়টি সংসদের এখতিয়ার নয়। চুক্তিগুলো আদৌ সংসদে তোলা হয়েছিল কিনা জানতে চাইলে চীফ হুইপ বলেন, তোলা হয়নি। রাষ্ট্রপতি উদ্যোগ নেননি বলে হয়নি। এক্ষেত্রে সংসদের কোন ব্যর্থতা নেই। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের এবারের চুক্তির পূর্ব পর্যন্ত ৮৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বিভিন্ন মেয়াদে বিএনপি সরকারের শাসনামলে ১৩টি চুক্তি এবং জাতীয় পার্টির শাসনামলে ছয়টি চুক্তি স্বাক্ষর হয়। কখনই ওইসব চুক্তি সংসদে আলোচনা হয়নি। তখন টিআইবি প্রশ্ন তোলেনি কেন? সংবাদ সম্মেলনে আ স ম ফিরোজ বলেন, টিআইবির প্রতিবেদনে দেশের সব সংসদ সদস্যকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হয়েছে। তারা সব সময়ই এ ধরনের উদ্দেশ্যমূলক ও নেতিবাচক গবেষণা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সংসদ সদস্যদের হেয় করার লক্ষ্যে কাজ করে। আ স ম ফিরোজ বলেন, সংবিধান বিষয়ে সংসদ সদস্যরা ভাল বোঝেন বলেই জনগণ তাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। টিআইবি এ সম্পর্কে কথা বলতে চাইলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোট নিয়ে সংসদে আসতে হবে। তিনি আরও বলেন, কটূক্তি নিয়ে প্রতিবেদনটি সঠিক নয়। কোরাম সঙ্কট প্রসঙ্গে টিআইবির প্রতিবেদনকে ‘মনগড়া ও কল্পনাপ্রসূত’ মন্তব্য করে চীফ হুইপ বলেন, সংসদে কোরাম সঙ্কট হতেই পারে। এক্ষেত্রে হুইপরা যথাযথভাবে কাজ করে যাচ্ছেন।
×