ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে করা সকল চুক্তি প্রকাশের দাবি সিপিবি’র

প্রকাশিত: ০৮:০৬, ১১ এপ্রিল ২০১৭

ভারতের সঙ্গে করা সকল চুক্তি প্রকাশের দাবি সিপিবি’র

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দু’দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত আলোচনার সুনির্দিষ্ট ফলাফলের ক্ষেত্রে ন্যূনতম প্রত্যাশা পূরণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এ কথা বলেন। নেতৃবৃন্দ স্বাক্ষরিত সব চুক্তি ও সমঝোতা স্মারকের পূর্ণ বিবরণ জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন যে, দু’দেশের প্রধানমন্ত্রীর আলোচনার নিট ফলাফলে তিস্তাসহ দু’দেশের মধ্যকার অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি, বাণিজ্য ঘাটতি দূর, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, সুন্দরবন বিধ্বংসী রামপাল প্রকল্প বাতিল, সীমান্তে মানুষ হত্যা নিঃশর্তভাবে বন্ধ করা ইত্যাদি বিষয়গুলোতে সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা আসেনি। ফলে দেশবাসী প্র্রচ-ভাবে হতাশ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তার পানির ন্যায্য হিস্যা প্রদানে স্পষ্ট ‘না’ জানিয়ে দিয়ে, বাংলাদেশকে অখ্যাত প্রায় মরা চারটি নদীর পানি দেয়ার যে হাস্যকর প্রস্তাব দিয়েছেন, তা এ দেশের জনগণকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। ভারতকে ক্রমাগতভাবে নগদ সুবিধা দেয়া হলেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট অধিকাংশ ইস্যুকে বাকির খাতায় পেন্ডিং করে রেখে শুধু প্রতিশ্রুতির ভাঙা রেকর্ড বাজিয়ে প্রবোধ দেয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সফরকালে দু’দেশের মধ্যে আন্তরিক সহযোগিতা প্রসারিত করার যে সুযোগ ছিল, এ ধরনের একতরফা আচরণ তার মূলে কুঠারাঘাত করেছে। দু’দেশের বন্ধুত্ব প্রসারিত করার প্রক্রিয়াকে এভাবে হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। এ পরিস্থিতির জন্য প্রধানত ভারতের উগ্র সাম্প্রদায়িক সরকার দায়ী হলেও বাংলাদেশের সরকারের দুর্বলতা ও ভুলনীতি দায় এড়াতে পারে না।
×