ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের রাজাকার গোলাপ পুলিশী হেফাজতে

প্রকাশিত: ০৮:০৬, ১১ এপ্রিল ২০১৭

হবিগঞ্জের রাজাকার  গোলাপ পুলিশী  হেফাজতে

নিজস্ব সংবাদদাতা, ১০ এপ্রিল, হবিগঞ্জ ॥ একাত্তরে পাক হানাদার বাহিনীর সহায়তায় একাধিক মুক্তিযোদ্ধাসহ অন্তত ২০ নিরীহ স্বাধীনতাকামী মানুষকে নির্মমভাবে হত্যা, ধর্ষণ, অপহরণ ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ নানা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হবিগঞ্জের রাজাকার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ এখন পুলিশ হেফাজতে। সোমবার দুপুরে জেলার নবীগঞ্জের নিজ বাড়ি থেকে গোলাপকে গ্রেফতার করে পুলিশ। তাকে এখন রাখা হয়েছে পুলিশ সুপার কার্যালয়ের ডিবি শাখায়। এদিকে গোলাপকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করলেও কৌশলগত কারণে পুলিশ এ নিয়ে মুখ না খোলায় তাকে কেন পুলিশী হেফাজতে নেয়া হয়েছে এমন প্রশ্ন এখন সর্বত্র ঘুরপাক খাচ্ছে। তবে পুলিশসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার একটি সূত্র অনেকটাই নিশ্চিত করে বলেছে, ’৭১-এ নানা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে ওই ব্যক্তির সম্পৃক্তার বিষয় নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কর্মকর্তা এএসপি নূর হোসেনের নেতৃত্বে একটি টিম একাধিকবার মাঠ পর্যায়ে অনুসন্ধান করার পর তার প্রাথমিক প্রমাণ মেলে। যে কারণে তাকে যে কোন সময় আটক করা হতে পারে এমন শঙ্কায় ছিলেন গোলাপ। আর এমন খবর নানা উপায়ে জানতে পেরে গোলাপ দেশ ত্যাগের চেষ্টা চালাচ্ছিলেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে আসে।
×