ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোমর ব্যথা, PLIDও তার চিকিৎসা

প্রকাশিত: ০৬:৪১, ১১ এপ্রিল ২০১৭

কোমর ব্যথা, PLIDও  তার চিকিৎসা

বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়ে থাকে। এর মধ্যে মেরুদ-ে আঘাত লাগা, musculo skeletal pain Fibromyalgia, psychological pain spinal tumor, মেরুদন্ডে infection, পুঁজ হওয়া, মেরুদন্ডে osteoporosis, fracture ইত্যাদি উল্লেখযোগ্য। PLID বা prolapsed lumber intervertebral disk, কোমর ব্যথার অন্যতম প্রধান কারণ। আমাদের মেরুদ-ে দুই কশেরুকা এর মাঝে disk নামে এক ধরনের নরম হাড় আছে। যার দুই অংশ। একটি হলো annulus fibrosus। আর একটি হলো nucleus pulpous annulus fibrosus, diskএর বাইরে শক্ত আবরণ তৈরি করে। nucleus pulpousভিতরে জেলির মতো থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফরংশ এর ভিতরের পানি শুকিয়ে যায়। ধহহঁষঁং ভরনৎড়ংঁং ছিড়ে গিয়ে ভিতরের হঁপষবঁং ঢ়ঁষঢ়ড়ঁং বের হয়ে আসে। ফলে নার্ভের রুট কে চাপ দেয়। রোগীর প্রচ- কোমর ব্যথা হয়। ব্যথা পায়ে আসে। হাঁচি, কাশি দিলে ব্যথা বেড়ে যায়। সামনের দিকে ঝুঁকে কাজ করলে ব্যথা বেড়ে যায়। বুড়া আঙ্গুল ঝিন্ঝিন্ করে এবং পা অবশ হয়ে যায়। বেশি দেরি হলে পা প্যারালাইসিস হয়। সেক্স পাওয়ার কমে যায়। রোগী প্রসাব- পায়খানা ধরে রাখতে পারে না। বেশি দেরি হলে রোগী আর ভালো হয় না। গজও ড়ভ খঁসনড়ংধপৎধষ ংঢ়রহব করে আমরা রোগ নির্ণয় করে থাকি। পূর্ণ বিশ্রাম, ব্যথার ওষুধ ও ফিজিওথেরাপীতে শতকরা ৯০ ভাগ রোগী ভাল হয়। মাত্র ১০ ভাগ রোগীর অপারেশন করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ, দেশের অনেক সরকারী/ বেসরকারী হাসপাতালে আমরা সফলতার সঙ্গে গরপৎড়ংপড়ঢ়ব এর সাহায্যে ছোট করে কেটে আমরা এই অপারেশন করে থাকি। ডাঃ হারাধন দেবনাথ সহযোগী অধ্যাপক, নিউরো সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। মোবাঃ ০১৭১১৩৫৪১২০
×