ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৫, ১১ এপ্রিল ২০১৭

টুকরো খবর

দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার সকালে কসবা উপজেলার নিমবাড়ী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতের নাম রহিছ মিয়া (৫৫)। নিহত রহিছ মিয়া নিমবাড়ী গ্রামের লাবু মিয়ার ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ জানায়, উপজেলার নিমবাড়ী গ্রামের জমসেদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে দুই গ্রুপের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শ্রমিক নেতাসহ ৮ জন কারাগারে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুরের মামলায় সাবেক শ্রমিক নেতা আবু সরকারসহ আটজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় এক শিবির সভাপতিসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পাটকেলঘাটা থানার বড় কাশিপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন, বড়কাশিপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে হাসান আলী খান, হাসান আলী খানের ছেলে ও সরুলিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি ইমামুল হোসেন, একই গ্রামের শেখ জিল্লুর রহমানের ছেলে আরিফ হোসেন এবং নগরঘাটা গ্রামের আঃ করিম সরদারের ছেলে সাইদুল ইসলাম। নারী জেএমবি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কান্দিপাড়া থেকে তহুরা ইসলাম চৌধুরী (ইফতা) (১৮) নামের এক জেএমবি’র নারী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে তার আত্মীয়ের বাড়ি থেকে জিহাদী বইসহ গ্রেফতার করা হয়। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মঈনুল ইসলাম চৌধুরীর মেয়ে। বিকেলে র‌্যাব-১৪ এর কর্মকর্তারা ভৈরব ক্যাম্পের অফিসে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। এদিকে, র‌্যাব-১৪ সিনিয়র এএসপি রাজিব কুমার দেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নির্মাণাধীন ভবনে মোটরের সংযোগ দিতে গিয়ে সোমবার বেলা এগারোটায় রূপাতলী এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রফিক (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রফিক পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের পুত্র। জানা যায়, রূপাতলীর শের-ই-বাংলা সড়কে একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করেন রফিক। সকালে মোটরের বিদ্যুত সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। ১৮ দিন পর কবর থেকে নবজাতকের লাশ উত্তোলন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ এপ্রিল ॥ দাফনের ১৮ দিন পর কবর থেকে এক নবজাতকের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের উপস্থিতে কালাইয়া কমলা রানীর দীঘির পার (কোর্টপাড়) কবর থেকে ওই নবজাতকের লাশ উত্তোলন করা হয়। গত ২৪ মার্চ রাতে বাউফল পৌর শহরের সেবা ক্লিনিকে দায়িত্ব অবহেলার কারণে এক নবজাতকের মৃত্যু হলে তার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ওই ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত-২ কবর থেকে ওই নবজাতকের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। মির্জাপুরে ৬ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১০ এপ্রিল ॥ অগ্নিকা-ে একটি মার্কেটের সব দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বেগম দুল্যা বাজারে মকবুল হোসেনের মার্কেটে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। জানা গেছে, মার্কেটের ব্যবসায়ী সাগর খানের স্টুডিও ও ইলেকট্রনিক্স দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। ঠাকুরগাঁও বার নির্বাচন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ এপ্রিল ॥ আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টিতে বিএনপি ও ১টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি রফিজ উদ্দিন ও মোবারক হোসেন, সহকারী সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদ ইকবাল, লাইব্রেরি সেক্রেটারি এ্যাড. আনোয়ার হোসেন, ট্রেজারি সেক্রেটারি মাসুদা পারভীন, কমন রুম ও কালচারাল সেক্রেটারি এ্যাড. শাহজাহান কবীর।
×