ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ঘর থেকে ডেকে নিয়ে খুন

প্রকাশিত: ০৬:১৩, ১১ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে ঘর থেকে ডেকে নিয়ে খুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আগ্রাবাদ এলাকায় এক যুবককে টেলিফোনে ডেকে নিয়ে খুন করা হয়েছে। নিহত সাদ্দাম হোসেন (২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খুরশীদ আলমের ছেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাদ্দাম হোসেন মাংস বিক্রির দোকানে কাজ করতেন। সকাল পৌনে ৬টার দিকে মোবাইল ফোনে কল আসার পর তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন। আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের পাশে তাকে পাওয়া যায় ছুরিকাহত অবস্থায়। এ খবর পেয়ে স্বজনরা ছুটে এসে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়। সাদ্দামের বুক, পেট ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গাজীপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালীগঞ্জে পরকীয়ায় বাধা দেয়ায় রবিবার স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছে গৃহবধূ। পরে নিহতের লাশ হাসপাতালে ফেলে তার শাশুড়ি পালিয়ে গেছে। নিহতের নাম রিতু বেগম (২৫)। সে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কলুন গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে এবং স্থানীয় বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের মোবারক হোসেনের স্ত্রী। নিহতের চাচা হেমায়েত ও ভাই নাজমুল জানান, ১০ বছর আগে কালীগঞ্জ উপজেলার বেরুয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোবারকের সঙ্গে রিতুর বিয়ে হয়। তাদের সংসারে রিফাত নামের আট বছরের একটি ছেলে ও মাহিয়া নামের দুই বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পূর্ব থেকেই মোবারকের সঙ্গে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী হাজেরা বেগমের পরকীয়া চলে আসছে। এ ঘটনা প্রকাশ পেলে রিতু তার স্বামীকে বাধা দেয়। এ নিয়ে মোবারক ও তার স্ত্রীর মাঝে প্রায়শ ঝগড়া-বিবাদ হতো। রবিবার সকালেও স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছিল। বাগবিত-ার একপর্যায়ে মোবারক শক্ত কাঠ দিয়ে রিতুর মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রিতুর শাশুড়ি জয়গুন নেছা স্থানীয়দের সহযোগিতায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে রিতুর লাশ ফেলে রেখে জয়গুন নেছা সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। কক্সবাজারে প্রেমিক জুটির লাশ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকপাড়ার এক বাসা থেকে দুই নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে এরা স্বামী-স্ত্রী বলে ধারণা করলেও এদের মধ্যে বিয়ে হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার সকালে আব্বাস নামে এক বাড়িওয়ালার ভাড়া বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, কক্সবাজার শহরের মোজাহের পাড়ার হাসান আলীর ছেলে আবদুল শুক্কুর আবু (২৭) ও খুরুস্কুল পূর্বহামজার পাড়ার নুরু মিস্ত্রির মেয়ে হাসিনা আকতার (২৫)। বাসা থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাড়িতে থাকত তারা। কিন্তু দুই জনের আত্মীয়-স্বজনের তথ্যমতে এদের মধ্যে বিয়ে হয়নি। পুলিশ খবর পেয়ে সোমবার সকালে বাসাটির দরজা ভেঙ্গে দুই জনের মৃতদেহ উদ্ধার করে। এতে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফ্যানে ঝুলন্ত শুক্কুরকে পাওয়া যায়। পাশে মেঝেতে অজ্ঞান অবস্থায় হাসিনাকে পাওয়া যায়। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁয়ে মস্তকবিহীন লাশ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন থেকে মস্তকবিহীন যুবকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার সকালে মামরকপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার এসআই শাহ কামাল জানান, সোমবার সকালে বৈদ্যেরবাজার ইউপির মামরকপুর গ্রামের বালুর মাঠে মস্তকবিহীন লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
×