ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ফ্রি-স্টাইলে দখল সন্ত্রাস

প্রকাশিত: ০৬:১৩, ১১ এপ্রিল ২০১৭

 কলাপাড়ায় ফ্রি-স্টাইলে দখল সন্ত্রাস

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ এপ্রিল ॥ চাকামইয়া-টিয়াখালী দোন নদীর কলাপাড়া অংশের তীরসহ নদী দখল করে স্থাপনা তোলার হিড়িক চলছে। যে যেভাবে পারছে নদীপাড়ের বন বিভাগের ছইলা-কেওড়া গাছসহ বনাঞ্চল পর্যন্ত কেটে উজাড় করে সেখানে তুলছে স্থাপনা। ইতোমধ্যে নবনির্মিত বাসস্ট্যান্ড থেকে চাকামইয়া ব্রিজ হয়ে উত্তরদিকে পর্যন্ত অন্তত শতাধিক স্থাপনা তোলা হয়েছে। কেউ কেউ আবার পাকা স্থাপনা তুলছে। টিয়াখালী ভূমি অফিসের অধীন এই এলাকা এখন দখলদারদের দৌরাত্ম্যে হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভূমি প্রশাসনের কোন কর্তৃত্ব নেই এসব বন্ধে। নতুনপাড়া (চইয়াপাড়া) রাখাইন পল্লীর বাসিন্দারা অভিযোগ করেন তাদের শ্মশানসহ গোটা এলাকা দখল করে করাতকলসহ বাড়িঘর তোলা হয়েছে। বহুবার বাধা দেয়া হয়েছে কিন্তু কোন প্রতিকার তারা পাননি। এখন শ্মশানে যাওয়া-আসার পথটুকু পর্যন্ত নেই। চারপাশ দিয়ে মাটি কেটে নেয়া হয়েছে। করা হয়েছে ডোবা। কলাপাড়া পৌরশহর থেকে এ নদীর পাড়ের বেড়িবাঁধটি সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কে উন্নীত করে। বেড়িবাঁধের নদীর সাইটে পাঁচ বছর আগেও বন বিভাগের সংরক্ষিত বাগান ছিল। ছিল ছইলা-কেওড়াসহ বাঁধের স্লোপে সামাজিক বনায়নের গাছপালা। কিন্তু এসব কেটে সাবাড় করে দেয়া হয়েছে। এখন বাঁধের স্লোপসহ বাঁধ সংরক্ষণের মাটি কাটার জায়গাসহ ভরাট করে বাড়িঘরসহ স্থাপনা তোলা হয়েছে। বনের গাছের মধ্যে পাকা স্থাপনা তোলা হয়েছে। নদী পর্যন্ত রক্ষা পাচ্ছে না। করা হয়েছে গাছপালার মধ্যে করাতকল। দখলদারদের একজন নাম না বলার শর্তে জানান, সবাইকে উচ্ছেদ করা হলে তিনিও দখল ছেড়ে দেবেন। বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এমনকি খোদ ভূমি প্রশাসন কেউ এসব বন্ধে কোন ব্যবস্থা নেয়নি। ফলে দখলদাররা তাদের দখল সন্ত্রাস চালাচ্ছে ফ্রি-স্টাইলে।
×