ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুবিতে ‘বোরো ধানের ব্লাস্ট রোগের কারণ ও প্রতিকার’ শীর্ষক সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:১১, ১১ এপ্রিল ২০১৭

খুবিতে ‘বোরো ধানের  ব্লাস্ট রোগের কারণ ও প্রতিকার’ শীর্ষক সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোরো ধানের ব্লাস্ট রোগের কারণ ও প্রতিকার’ শীর্ষক এক সংবাদ সম্মেলন সোমবার বেলা ১১টায় বিশ্বদ্যালয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্টে ব্লাস্ট রোগের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ডিসিপ্লিনের শিক্ষক উদ্ভিদ রোগতত্ত্ববিদ প্রফেসর মোঃ রেজাউল ইসলাম। ব্লাস্ট রোগ সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ এবং প্রফেসর মোঃ রেজাউল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, প্রফেসর ড. ইয়াছিন আলী, প্রফেসর ড. মনিররুল ইসলামসহ ওই ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×