ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্মার্টবাসে ডিজিটাল ক্লাসরুম

নারী উন্নয়নে আইসিটি বাস ঘুরছে গ্রামে গ্রামে

প্রকাশিত: ০৬:১১, ১১ এপ্রিল ২০১৭

নারী উন্নয়নে আইসিটি বাস ঘুরছে গ্রামে গ্রামে

তাহমিন হক ববী নীলফামারী ॥ চোখ জুড়ানো স্মার্ট বাস এখন দেশের গ্রামে গ্রামে ঘুরছে। এই বাসটি একটু অন্য রকম। যাকে ডিজিটাল ক্লাসরুমে পরিণত করা হয়েছে। ডিজটাল বাংলাদেশ গড়তে তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষণ দিতে এটি চালু করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলোর মাধ্যমে বিনা খরচে দেশের প্রত্যন্ত অঞ্চলের এক লাখ ৬৬ হাজার উদীয়মান নারী হবেন যাত্রী। তারাই পাবেন তথ্য-প্রযুক্তির প্রশিক্ষণ। বিনা টিকেটে বাসের ভেতর পাওয়া যাবে তথ্য-প্রযুক্তির জ্ঞানের ভা-ার শহরে। বাসে উঠতে যেতে হবে না দূরে কোথাও। বরং বাসই গিয়ে দাঁড়াবে আপনার চিরচেনা গ্রামে। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসে আসন তো আছেই, সঙ্গে আছে টেবিলও। ২৫ আসনের সামনের প্রতিটি টেবিলেই আছে একটি করে ল্যাপটপ। তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ সংক্রান্ত সফটওয়্যার ও প্রশিক্ষণ আয়ত্তের সহজ পাঠ্যসূচী (মডিউল) দেয়া আছে প্রতিটি ল্যাপটপে। ইন্টারনেট সংযোগ সুবিধা দিতে পুরো বাসটিকেই করা হয়েছে ওয়াই-ফাই। রয়েছে এলইডি স্ক্রিন। বাসের এপাশ-ওপাশ জুড়ে সাউন্ড সিস্টেম। বাইরের শব্দে যাতে প্রশিক্ষণে ব্যাঘাত না ঘটে সে জন্য বাসটি সাউন্ড প্রুফ করা হয়েছে।বিদ্যুতের জন্য আছে জেনারেটর। আরো আছে আধুনিক নিরাপত্তা ও অগ্নিনির্বাপকব্যবস্থা, মোশন ডিটেক্টর ও এ্যালার্মিং সিস্টেম ও জরুরী নির্গমন ব্যবস্থা। অডিও ভিজ্যুয়াল সিস্টেমও আছে এই বাসে। পরিকল্পনা ও উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তত্ত্বাবধানে আইসিটি বিভাগ এই বাসের মাধ্যমে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়। যা গ্রামীণ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লক্ষ্যে বাসগুলো চালু করা হয়। বাসগুলো সারাদেশে ঘুরে ঘুরে প্রান্তিক জনগণকে আইসিটি প্রশিক্ষণ প্রদান করতে শুরু করেছে। এখানে টেকসই নারী উন্নয়নে আইসিটি হিসেবে এই বাস চালু করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) এই বাসটি গিয়েছিল উত্তরের নীলফামারী জেলা শহরে। শহরের পৌরমাঠে এ দিন অনুষ্ঠিত হয় ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হব জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার” সেøাগানে দিনব্যাপী লানিং এ্যান্ড আনিং ( শেখো ও আয় করো) মেলা। দিনব্যাপী এই মেলার উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি, পরিকল্পনা ও উন্নয়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, জেলা প্রশাসক জাকীর হোসেন, এলইডিপির প্রকল্পের অতিরিক্ত পরিচালক মীর্জা আলী আব্বাস, প্রধান প্রশিক্ষক নিজাম উদ্দিন, নীলফামারী পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও আইসিটি) মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মোঃ আতিকুর রহমান, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। মেলায় জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারীভাবে ২৬টি স্টল স্থান পায়। এ ছাড়া বাছাই করে সেখানে আইসিটি ভ্রাম্যমাণ গাড়ির ভেতর ২৫ জন শিক্ষার্থীকে লার্নিং এ্যান্ড আর্নিং বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। এই স্মার্ট বাস এখন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরছে আর প্রশিক্ষণ দিচ্ছে।
×