ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গী দমন

আনসার ভিডিপিকে সোচ্চার হতে হবে

প্রকাশিত: ০৬:১১, ১১ এপ্রিল ২০১৭

আনসার ভিডিপিকে সোচ্চার হতে হবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গীবাদ প্রতিহত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণকে জঙ্গীবাদের বিষয়ে সচেতন করতে হবে। গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর লাভলেইনে এক কমিউনিটি সেন্টারে আয়োজিত আনসার-ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে তিনি এ আহবান জানান। সমবেতদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জঙ্গীবাদ রুখতে হবে। মানুষকে সচেতন করতে হবে। অস্ত্র নয়, লাঠি দিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যেতে হবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের। সারাদেশে এ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আরও বেশি উদ্যোগী হয়ে সকলকে কাজ করতে হবে। আনসার, ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের রেঞ্জ কমান্ডার নির্মলেন্দু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির উজ্জামান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান।
×