ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জমি নিয়ে বিরোধ ॥ দুর্গাপুরে এক পরিবার অবরুদ্ধ

প্রকাশিত: ০৬:১০, ১১ এপ্রিল ২০১৭

জমি নিয়ে বিরোধ ॥ দুর্গাপুরে এক পরিবার অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরের দেলুয়াবাড়ি গ্রামে সালিশী বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ পরিবারের মালিক মোজাম্মেল হক আদালতে পৃথক দুটি মামলাও করেছেন। মামলাটি বর্তমানে দুর্গাপুর থানা পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে। তবে জমিজমার এ বিরোধ নিয়ে গ্রাম্য সালিশে মীমাংসা করা হলেও তা অমান্য করে রাস্তাটি বন্ধ করে দেয় প্রতিপক্ষের লোকজন। ফলে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ হয়ে আছে পরিবারটি। সোমবারও রাস্তাটি বন্ধ দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেলুয়াবাড়ি মৌজায় একই গ্রামের আবদুর রহমানের কাছ থেকে এক বছর আগে দুই দাগে মোট ২২ শতক জমির মধ্যে ৭ শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করে মোজাম্মেল হক। পরে যাতায়াতের রাস্তা নিয়ে মোজাম্মেল ও প্রতিবেশী ইসলাম আলীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তাতে মোজাম্মেল হকের মাথাও কেটেছে। এ নিয়ে মোজাম্মেল হক গত বছরের ২০ জুলাই দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ করে প্রতিকার না পেয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে দুর্গাপুর থানা পুলিশকে নির্দেশ দেয় আদালত। এর আগে গত বছরের ২৫ মার্চ বিষয়টি নিয়ে সালিশী বৈঠক বসানো হয়। বৈঠকে উভয় পক্ষকে যাতায়াতের রাস্তার জন্য সাড়ে ১২ ফুট করে জমি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ স্থানীয় কিন্তু গত এক সপ্তাহ আগে হঠাৎ কাঠ ও বাঁশের বেড়া দিয়ে পুনরায় রাস্তাটি বন্ধ করে দেয় প্রতিপক্ষ ইসলাম আলী। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে মোজাম্মেল হকের পরিবার। যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ায় অন্যের ফসলি জমি দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে।
×