ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৬:০১, ১১ এপ্রিল ২০১৭

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে  বিএনপি ভাঙ্গা রেকর্ড  বাজাচ্ছে ॥   সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভারত বিরোধিতার পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই সমস্যার সমাধান করতে চাই। ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের ’৭৫ পরবর্তী কোন সরকারই ভারতের কাছ থেকে কোন কিছুই আদায় করতে পারেনি। ২১টি বছর ভারত বিরোধিতার রাজনীতি আমাদের অনেক ক্ষতি করেছে এবং সেটার মাশুল এখন আমাদের দিতে হচ্ছে। আমরা সম্পর্ক ভাল রেখেই আমাদের ন্যায্য পাওনা আদায় করতে চাই। ভারত আমাদের ক্ষমতায় বসাবে না, বাংলাদেশের জনগণ চাইলেই আওয়ামী লীগ বার বার ক্ষমতায় আসবে। সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরা এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এ সম্পর্কের মাধ্যমে ভারত বাংলাদেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে। এ সময় মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কের চলাচলরত যানবাহনের ফিটনেস এবং সার্টিফিকেট যাচাই-বাছাই করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি মামলা এবং ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
×