ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত: ০৬:০১, ১১ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রীর সংবাদ  সম্মেলন  আজ

বিশেষ প্রতিনিধি ॥ চারদিনের ভারত সফর ও চুক্তি স্বাক্ষর বিষয়ে বিস্তারিত তুলে ধরতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে বরাবরের মতো সফর প্রসঙ্গ ও দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের এ সফরে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেয়া হয় সর্বোচ্চ সম্মান ও সম্মাননা। প্রধানমন্ত্রীর এ সফর ছিল বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মাইলফলক, এমনটাই বলছেন সংশ্লিষ্ট সকলে। এদিকে প্রধানমন্ত্রী সফর শেষে দেশে ফেরার পর তার সরকারী বাসভবন গণভবনে দলের নেতাদের শুভেচ্ছায় স্নাত হয়েছেন। প্রথমেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর গণভবনে উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা একে একে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
×