ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে সন্ত্রাসীদের গুলিতে সিটি ভার্সিটির শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ০৫:৫৯, ১১ এপ্রিল ২০১৭

সাভারে সন্ত্রাসীদের গুলিতে সিটি ভার্সিটির শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ এপ্রিল ॥ সাভারে বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সিফাত (২৩) নামে এক শিক্ষার্থী নিহত ও বাসুদেব (২৪) নামে অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ মোশারফ (২৪) ও সোহেলসহ (২২) ৪ জনকে আটক করেছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিফাতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। ভার্সিটির শিক্ষার্থীরা জানায়, রবিবার ওই বিশ^বিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহেদের সঙ্গে আরেক শিক্ষার্থী বাপ্পির প্রেম ঘটিত বিষয় নিয়ে প্রচ- ঝগড়া হয়। সোমবার দুপুরে শাহেদের লোকজন সিটি ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকলে বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে সেখানে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয় ওই বিশ^বিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সিফাত ও আরেক বিভাগের শিক্ষার্থী বাসুদেব। আকস্মিক গুলির শব্দে বাজারের সমস্ত দোকান-পাট বন্ধ হয়ে যায়। চরম আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর অন্য ছাত্ররা গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিফাতকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর অবস্থা গুরুতর হওয়ায় বাসুদেবকে আইসিইউতে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলাকারীদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ও বিভিন্ন যানবাহনে ভাংচুর চালায়। খাগান এলাকার বেশ কয়েকটি দোকান-পাটেও ভাংচুর চালায়। চারাবাগ বাসস্ট্যান্ডে গিয়েও কয়েকটি গাড়িতে ভাংচুর চালানো হয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীর সহপাঠিরা খুনিদের বিচারের দাবিতে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলমা এলাকায় গেলে পুলিশ তাদের আটকিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের এলোপাতাড়ি পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় আনোয়ার জং-আশুলিয়া সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনায় জড়িত সন্দেহ মোশারফ ও সোহেলসহ চারজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×