ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে দুই দিনব্যাপী ‘এইচআর টুডে এ্যান্ড টুমোরো’

প্রকাশিত: ০৪:১৬, ১১ এপ্রিল ২০১৭

এআইইউবিতে দুই দিনব্যাপী ‘এইচআর টুডে এ্যান্ড টুমোরো’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ম্যানেজমেন্ট এবং এইচআর বিভাগের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে সম্প্রতি ‘এইচআর টুডে এ্যান্ড টুমোরো’ অনুষ্ঠিত হয়। ম্যানেজমেন্ট ও এইচআর বিভাগের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী পোস্টার ও বিজনেস প্ল্যান প্রতিযোগিতা, বাজার সমৃদ্ধি, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মপ্রন্থায় এবং মেধা বিকাশে বিশেষ অনুপ্রেরণা, মেধার গুরুত্ব¡ ও যুগোপযোগী জ্ঞানের প্রতিফলনে কার্যকর ভূমিকা রাখবে। গত ২৯ মার্চ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যেমে ‘এইচআর টুডে এবং টুমোরো ২০১৭’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর. ড. চার্লস সি ভিলানোয়েভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পোস্টার প্রেজেন্টেশন পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষদিনে (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. নিসার আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফারহিন হাসান উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ বিভিন্ন অনুষদের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, উর্ধতন কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।Ñবিজ্ঞপ্তি
×