ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৪:১৪, ১১ এপ্রিল ২০১৭

আবারও জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ আসর। এক বছর বিরতির পর দেশের হকির সবচেয়ে বড় প্রতিযোগিতা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ আবারও শুরু হতে যাচ্ছে আগামী ২৭ এপ্রিল। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) আশা করছে ৩২ থেকে ৪০ দল এ আসরে অংশ নেবে। জেলা, সার্ভিসেস সংস্থা, শিক্ষা বোর্ড এবং বিকেএসপি অংশ নেবে এ আসরে। যদিও বাহফে এর আগে সিদ্ধান্ত নিয়েছিল আসরটি আরও পরে আয়োজনের। কারণ ৩০ খেলোয়াড়কে জার্মানি পাঠিয়ে তাদের সেখানে বিভিন্ন ক্লাবের হয়ে লীগ খেলানো। ওই খেলোয়াড়দের মধ্যে ১৪ জন ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর। তা হলে নৌবাহিনীর পক্ষে কঠিন হবে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া। ফলে ওই পরিকল্পনা থেকে সরে এসে বাহফে আসর শুরুর তারিখ পিছিয়ে দেয়।
×