ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ার্নার ৭, গেইল ১০ হাজার!

ক্রিস গেইল

প্রকাশিত: ০৪:১৪, ১১ এপ্রিল ২০১৭

ক্রিস গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্লাব টি২০তে ৭ হাজার রানের ল্যান্ডমার্কে পা রেখেছেন ডেভিড ওয়ার্নার। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচেই ৪৫ বলে অপরাজিত ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। গুজরাট লায়ন্সের বিপক্ষে তার দলও পায় বড় জয়। ২০০৭ থেকে এ পর্যন্ত ২২৪ ম্যাচে অস্ট্রেলিয়ান তারকা মোট রান ৭,০১১। সেঞ্চুরি ৫ ও হাফসেঞ্চুরি ৫৫টি। ক্লাব টি২০তে ওয়ার্নারের আগে ৭ হাজার বা ততোধিক রান করা চার ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলাম ও অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। সোমবার এ রিপোর্ট লেখার সময় ১০ হাজারি ক্লাব থেকে মাত্র ২৫ রান দূরে ছিলেন জ্যামাইকান টর্নেডো গেইল। তার পেছনে থাকা ম্যাককুলাম ও হজের রান যথাক্রমে ৭,৪১১ ও ৭,৩৩৮। চারে ওয়ার্নার। পাঁচে কাইরেন পোলার্ডের রান ৬,৯৬৭। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গেইল প্রথম দুই ম্যাচেই অবিশ্বাস্য মাইলস্টোনটা ছুঁয়ে ফেলতে পারতেন। সেটি হয়নি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩২ রানে আউট হওয়ার পর দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ৬ করে ফেরায় অপেক্ষাটা বেড়েছে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্লাব টি২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে তিনি। সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই হয়ত অনন্য মাইলফলকটা ছুঁয়ে ফেলেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান। সেটি হলে এতক্ষণে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়াম তো ইতিহাসেরই অংশ হয়ে গেছে। ক্লাব টি২০তে ২৮৮ ম্যাচে গেইলের মোট রান ৯,৯৭৫। রেকর্ড ১৮ সেঞ্চুরি তারই। সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কই স্পর্শ করতে পারেনি আর কারও। ফিফটিও রেকর্ড ৭৮। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও তার দখলেÑ ২০১৩ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে পুনের বিপক্ষে ৬৬ বলে খেলেছিলেন অপরাজিত ১৭৫ রানের সেই ইনিংস।
×