ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাফুফেকে সাড়ে ২২ লাখ ডলার দিচ্ছে ফিফা

প্রকাশিত: ০৪:১৪, ১১ এপ্রিল ২০১৭

বাফুফেকে সাড়ে ২২ লাখ ডলার দিচ্ছে ফিফা

স্পোর্টস রিপোর্টার ॥ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে বাফুফেকে ১৪ খাতে আগামী দুই বছরের জন্য সাড়ে ২২ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দেশের ফুটবলের দুরবস্থা কাটিয়ে উঠতে এমন সহায়তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তারা। পাশাপাশি এবার যেন পরিকল্পনাগুলো ভেস্তে না যায়, সেজন্য বেশ সতর্ক অবস্থানে থাকতে চায় বাফুফে। বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের ভাষায়, ‘নিশ্চয়ই আমরা ভুল করেছি। না হলে ১৯৩তে (র?্যাঙ্কিং) গেলাম কেন? এ তো স্বীকার করতেই হবে।’ বাফুফের সহ-সভাপতির এমন অকপট স্বীকারোক্তি নতুন নয়। একেকটি পরিকল্পনার ঘোষণা আর তারপর ভুলে যাওয়ার ঘটনা এখানে হরহামেশাই ঘটে। বাস্তবে কথায় আর কাজের বিস্তর দূরত্বের কথা এখন সবার জানা। দেশের ফুটবলে দুরবস্থার আজকের যে চিত্র, সেটির পুরো দায় এই ফেডারেশনের কাঁধেই বর্তায়। এমন দুরবস্থার জন্য ‘আর্থিক সংকটে টালমাটাল’ বলে দায়ভার এড়ানোর প্রচেষ্টা ছিল ফেডারেশনের। বিভিন্ন খাতে আর্থিক সহায়তা দিতে এবার এগিয়ে এসেছে স্বয়ং ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসছে দুই বছরের জন্য ১৪ খাতে বাফুফেকে ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ফিফা। তৃণমূলে জোর দিয়ে বাফুফে সহ-সভাপতি চান দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে। তিনি বলেন, ‘আমাদের ফুটবলকে তুলে আনার জন্য সবচেয়ে বড় যে ভূমিকাটা প্রয়োজন সেটা কিন্তু আমরা সবাই স্বীকার করেছি যে, তৃণমূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেটার ওপর নির্ভর করেই দেয়া হয়েছে পরবর্তী পরিকল্পনা।’ তবে এমন পরিকল্পনা অতীতে নেয়া হয়েছিল বেশ কয়েকবার, সে সব পরিকল্পনাও ভেস্তে গেছে সময়ের সঙ্গে সঙ্গেই। এবার কতটুকু বাস্তবায়ন করতে পারবে বাফুফে? ‘আমরা যারা আছি, এবার তারা একটু সতর্ক। যেই ক্যাটাগরিতে যেভাবে টাকাটা আসবে সেটা যেন সেভাবেই ব্যবহার হয়। আর এটা যদি অন্য কোন উন্নয়নের জন্য ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত নিয়ে করতেই পারে।’ বাদল রায়ের ভাষ্য। গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের বিভিন্ন ক্ষেত্রের সেরা খেলোয়াড়, কোচ, রেফারি, সমর্থক ও সংগঠকদের সম্মাননা দেয় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ)। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাদল রায়। সেখানে বাদল রায় মন্তব্য করেছিলেন, ‘তৃণমূল ফুটবলের গুরুত্ব সবাই বোঝে, কেবল বাফুফে ছাড়া।’
×