ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাসাতকিনার প্রথম শিরোপা

প্রকাশিত: ০৪:১৪, ১১ এপ্রিল ২০১৭

কাসাতকিনার প্রথম শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন রাশিয়ার দারিয়া কাসাতকিনা। রবিবার ফাইনালে জেলেনা ওস্টাপেঙ্কোকে পরাজিত করে চালস্টর্ন টুর্নামেন্ট জয়ের সৌজন্যেই প্রথম শিরোপার স্বাদ পান তিনি। ফাইনালে এদিন তিনি ৬-৩ এবং ৬-১ সেটে পরাজিত করেন ওস্টাপেঙ্কোকে। প্রথম ট্রফি জয়ের অনুভূতি কেমন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভাষা হারিয়ে ফেলেন ১৯ বছরের এই টেনিস খেলোয়াড়। তিনি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করাটা আমার জন্য খুবই কঠিন। মনে হচ্ছে আমি এখনও ঘুমের মধ্যেই আছি এবং স্বপ্ন দেখছি। সত্যি বলতে আমি খুবই খুশি।’ চার্লস্টনে শুরু থেকেই দুর্দান্ত খেলেন কাসাতকিনা। রাউন্ড অব ৩২-এ অলিম্পিক চ্যাম্পিয়ন মনিকা পুইগকে হারিয়ে রীতিমতো চমকে দেন তিনি। এরপর পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে বান্ধবী দারিয়া গ্যাব্রিলোভা, দশম বাছাই ইরিনা ক্যামেলিয়া বেগু এমনকি ক্লে কোর্টের অভিজ্ঞ লরা সিগেমুন্ডকেও হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন দারিয়া কাসাতকিনা। ফাইনালেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। প্রতিপক্ষকে সরাসরি সেটেই হারিয়ে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেন।
×