ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ লীগে মোনাকোর পেছনে ছুটছে পিএসজি

প্রকাশিত: ০৪:১৩, ১১ এপ্রিল ২০১৭

ফ্রেঞ্চ লীগে মোনাকোর পেছনে ছুটছে পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়নদের ঘুম হারাম হয়ে গেছে। একের পর এক বড় জয় তুলে নিচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কিন্তু এরপরও মোনাকোর পেছনেই আছে তারা। রবিবার রাতে গুইনগাম্পের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন এডিনসন কাভানি। ৩১ ম্যাচে এখন ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চ্যাম্পিয়নরা। মোনাকো সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে এখনও ৩ পয়েন্ট এগিয়ে এক নম্বরে। আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি চলতি মৌসুমের। প্রতিটি দলের ৬/৭টি করে ম্যাচ আছে। এ কারণে শিরোপার লড়াইটা জমে উঠেছে ফ্রেঞ্চ লীগ ওয়ানে। শীর্ষে থাকা মোনাকোর সঙ্গে সেই লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও ৭০ পয়েন্ট নিয়ে ওজিসি নিস। লীগের শুরুর দিকে কিছুটা পিছিয়ে পড়েছিল পিএসজি। কিন্তু শুরু থেকেই দুর্দান্ত ছিল মোনাকো আর নিস। নিসকে পেছনে ফেলতে পারলেও পিএসজি এখন পর্যন্ত ছুঁতে পারেনি মোনাকোকে। তবে দুরন্ত হয়ে ওঠা পিএসজি টানা জয়ের মধ্যেই আছে। রবিবার অবশ্য গুইনগাম্পের বিপক্ষে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি তারা। তবে ৫৬ মিনিটের সময় এ্যাঞ্জেল ডি মারিয়া সেই খরা কাটিয়ে দলকে প্রথম গোল পাইয়ে দেন। ৬০ মিনিটে সেটাকে দ্বিগুন করেন কাভানি (২-০)। উরুগুইয়ের এ স্ট্রাইকার নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে। এটি ছিল কাভানির ২৯ লীগ ম্যাচে ২৯তম গোল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল এখন এ উরুগুইয়ানের। সহজ জয়ের পর কোচ উনাই এমরি বলেন, ‘আমরা প্রথমার্ধে তেমন কিছুই করতে পারিনি। গুইনগাম্প কঠিন করেছিল বিষয়টাকে। কিন্তু যখন আমরা প্রথম গোল পেয়ে গেছি তখনই আমাদের খেলার উন্নতি হয়েছে। আমরা আরও গোল করার জন্য উন্মুখ হয়েছি। দ্বিতীয়ার্ধ নিয়ে আমরা নিশ্চিতভাবেই অনেক খুশি।’ মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা নিস অবশ্য একটা ম্যাচ বেশি খেলেছে। টানা দুই ম্যাচে শুক্রবার তারা ২-১ গোলে লিলে এবং শনিবার এ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়েছে তারা।
×