ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মনটেরিতে চ্যাম্পিয়ন পাভলিউচেঙ্কোভা

প্রকাশিত: ০৪:১২, ১১ এপ্রিল ২০১৭

মনটেরিতে চ্যাম্পিয়ন পাভলিউচেঙ্কোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ মনটেরি টুর্নামেন্টকে যেন একেবারেই নিজের করে নিলেন এ্যানেস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। সোমবার টুর্নামেন্টের চতুর্থ শিরোপা নিজের শোকেসে তুললেন রাশিয়ার এই টেনিস তারকা। ফাইনালে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে পরাজিত করে চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে পাভলিউচেঙ্কোভা ৬-৪, ২-৬ এবং ৬-১ সেটে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা কারবারকে। অসামান্য এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত পাভলিউচেঙ্কোভা। এ প্রসঙ্গে ম্যাচের শেষের সংবাদ সম্মেলনে রাশিয়ান তারকা বলেন, ‘আমি সত্যিই অবিভূত। এখনও আমি ভাবতেই পারছি না যে মনটেরির চতুর্থ শিরোপা জিতে ফেললাম।’ ২৫ বছর বয়সী পাভলিউচেঙ্কোভা এ সময় আরও বলেন, ‘কেউ কেউ তো সবমিলিয়েই চার শিরোপা জিততে পারেনি তাদের পেশাদার ক্যারিয়ারে। আর আমি এখানেই চারবার চ্যাম্পিয়ন হলাম। আমার জন্য এটা বিশেষ এক টুর্নামেন্ট। আমার হৃদয়ে এর জন্য বিশেষ একটা জায়গাও রেখেছি। এটাই প্রথম টুর্নামেন্ট যেখানে আমি আমার ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলাম। এরপর আরও তিনবার চ্যাম্পিয়ন হয়েছি এই মনটেরিতে।’ ২০০৫ সালের ডিসেম্বরে পেশাদার ক্যারিয়ারে যাত্রা শুরু করেছিলেন পাভলিউচেঙ্কোভা। সর্বমোট ৯টি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। তবে তার সুদীর্ঘ ক্যারিয়ারে এই বছরের শুরুটাই সবচেয়ে ভাল হয়েছে বলে মনে করছেন টেনিসবোদ্ধারা। কেননা মনটেরি ওপেন জয়ের আগে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন এবং বিএনপি পরিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালও খেলেছেন তিনি। তবে মনটেরিতে ফাইনাল জেতাটা তার জন্য মোটেই সহজ ছিল না। এ বিষয়ে রাশিয়ান তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সত্যি কথা বলতে দ্বিতীয় সেটে যেন আমি শক্তিই পাচ্ছিলাম না। প্রথমত, এখানকার আবহাওয়া ছিল খুবই গরম এবং পরিস্থিতিও ছিল খুব কঠিন। কিন্তু আমি ধরে নিয়েছি এটা ফাইনাল। চেষ্টা করেছি আমার মধ্যে থাকা সবটুকুই উজার করে দেয়ার জন্য। শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরে আমি খুবই আনন্দিত।’ আর এ্যাঞ্জেলিক কারবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকার বিপক্ষে ম্যাচ জিতে পাভলিউচেঙ্কোভার উচ্ছ্বাস যেন বেড়ে গেছে আরও বহুগুণে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড় এ্যাঞ্জেলিক কারবার। তার বিপক্ষে খেলাটাই তো বিশেষ কিছু। কেননা প্রত্যেক খেলোয়াড়ই চায় শীর্ষ তারকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার। তার বিপক্ষে খেললেও আসলে খুব বেশি সুযোগ পাওয়া যায় না। তাই আমার জন্য এটা ছিল দারুণ এক সুযোগ। শেষ পর্যন্ত তাকে হারানোটা দারুণ এক অনুভূতি। যা আমি এখনও উপভোগ করছি। আশা করি আরও কয়েকদিন এই জয়টা উপভোগ করব। তবে টেনিসে আপনি কয়েক সপ্তাহের মধ্যেই আরও উপলক্ষ পেয়ে যাবেন। আমার সামনেও এখন ফেড কাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে। তবে আশা করি পারফর্মেন্সের এই ধারাবাহিকতা আমি পরবর্তী টুর্নামেন্টগুলোতেও ধরে রাখতে পারব।’ গত বছরটা স্বপ্নের মতোই কেটেছে এ্যাঞ্জেলিক কারবারের। যার শুরুটা করেছিলেন বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে। ফাইনালে তিনি দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামসকে পরাজয়ের স্বাদ উপহার দেন। সেই যে শুরু এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। রিও অলিম্পিকের ফাইনালেও জায়গা করে নেন জার্মান তারকা। সর্বশেষ ইউএস ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেন কারবার। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করে নেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন স্টেফি গ্রাফের এই উত্তরসূরি। চলতি মৌসুমে বেশ কয়েকটি টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করলেও এখন পর্যন্ত একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। বার বার সমর্থকদের হতাশ করা কারবার মনটেরিতেই চলতি বছরের প্রথম ফাইনাল খেলেন।
×