ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজের আগেই স্পিন কোচ

প্রকাশিত: ০৪:১২, ১১ এপ্রিল ২০১৭

ত্রিদেশীয় সিরিজের আগেই স্পিন  কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ রুয়ান কালপাগে চলে গেছেন গত বছর জুলাইয়ে। এরপর থেকেই স্পিন বোলিং কোচ নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। অবশ্য, এ বছরের শুরুতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার সময় সাবেক স্পিনার সুনীল যোশীকে পাওয়াটা নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আসেননি যোশী। এরপর শ্রীলঙ্কা সফরেও স্পিন কোচ ছাড়াই খেলেছে টাইগাররা। তবে আয়ারল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগেই স্পিন কোচ নিশ্চিত হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। মাত্র তিনদিন আগেই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। পরবর্তী মিশন শুরুর আগে ২০ দিনের একটা বিরতি জাতীয় দলের ক্রিকেটারদের। অবশ্য বুধবার থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে খেলবেন তারা সবাই। সেটাও পুরোপুরি খেলার সুযোগ পাবেন না। আর সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলার জন্য আছেন বর্তমানে ভারতে। তারা প্রিমিয়ার লীগেও খেলবেন না। প্রিমিয়ার লীগের মাঝপথেই ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে ইংল্যান্ড যাবে জাতীয় দল। সাসেক্সে ৬ মে পর্যন্ত হবে অনুশীলন ক্যাম্প। ১২ মে আয়ারল্যান্ডে স্বাগতিক দল ছাড়াও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ দল। আর সেখানে খেলার আগেই জাতীয় দলের স্পিন কোচ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন আকরাম। তিনি বলেন ‘আমরা এরই মধ্যে তিন-চারজনের নাম নির্ধারণ করেছি। আশা করছি দুই-এক দিনের মধ্যেই নাম ঘোষণা করতে পারব। অবশ্যই সেটা এই ট্যুরের আগেই (ত্রিদেশীয় সিরিজ)।’ উল্লেখ্য, জুনে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজ খেলে তাই আবার ইংল্যান্ডে ফিরবে টাইগাররা। গত বছর জুলাইয়ে নিরাপত্তা সমস্যার কথা জানিয়ে শ্রীলঙ্কান স্পিন কোচ কালপাগে ছুটি নিয়ে স্ব-পরিবারে দেশে ফিরে যান। সেখান থেকে আর ফেরেননি বাংলাদেশে। বেশ কয়েকবার যোগাযোগ করেও ফেরানো যায়নি তাকে। শেষ পর্যন্ত কালপাগের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এরপর থেকেই স্পিন কোচ শূন্য অবস্থায় আছে বাংলাদেশ দল। আফগানিস্তান, ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজ; নিউজিল্যান্ড ও ভারত সফরের পর সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও স্পিন কোচ ছাড়াই খেলেছে। এবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই কাউকে পাওয়ার আশ্বাস জানালেন আকরাম। এর পাশাপাশি গত কয়েকটি সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। শোনা যাচ্ছিল কিংবদন্তি ফিল্ডার দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসকে আনার চেষ্টায় আছে বিসিবি। এ বিষয়ে আকরাম বলেন, ‘আমাদের রিচার্ড হ্যালসেল আছেন। উনি বিশ্বসেরা ফিল্ডিং কোচ। তবে জন্ডি রোডসকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তিনি আপাতত সময় দিতে পারছেন না। তাকে আমরা কোচ নয়, পরামর্শক হিসেবে আনব। আগেই বলেছি তিনি জাতীয় দল নয়, সবাইকে নিয়েই কাজ করবেন।’
×