ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তানজীনা তমার ‘সুরের বাঁধনে’

প্রকাশিত: ০৪:০০, ১১ এপ্রিল ২০১৭

তানজীনা তমার ‘সুরের বাঁধনে’

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক, সন্জীদা খাতুনসহ দেশবরেণ্য শিল্পীদের কাছে রবীন্দ্রসঙ্গীতে তালিম নিয়েছেন তানজীনা তমা। গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে। সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে প্রতিশ্রুতিশীল এই শিল্পীর ষষ্ঠ রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘সুরের বাঁধনে’। এ্যালবামের গানগুলো হচ্ছে-আমি তোমার সঙ্গে, রাখো রাখো রে জীবনে, যে কেবল পালিয়ে বেড়ায়, আজি বিজন ঘরে, আমার প্রাণের মানুষ, আমি চিনি গো চিনি তোমারে, এসো শ্যামল সুন্দর ও মরি লো মরি। এর সঙ্গীতায়োজনে রাহুল চট্টোপাধ্যায়। স্টুডিও জেএমডি (কলকাতা) এবং বেইজমেন্ট (ঢাকা)। এ্যালবাম সম্পর্কে শিল্পী তানজীনা তমা বলেন, অনেক যতœ করে এর গানগুলো করেছি।
×