ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী কামাল আহমেদের একক সঙ্গীতসন্ধ্যায় মুগ্ধ শ্রোতা দর্শক

প্রকাশিত: ০৪:০০, ১১ এপ্রিল ২০১৭

শিল্পী কামাল আহমেদের একক সঙ্গীতসন্ধ্যায় মুগ্ধ শ্রোতা দর্শক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে গত রবিবার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী কামাল আহমেদের একক সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ হলো উপস্থিত দর্শক শ্রোতারা। অনুষ্ঠানে শিল্পী রবীন্দ্রনাথের বিভিন্ন রাগের ১৬টি গান পরিবেশন করেন। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. জয়শ্রী কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী লীনা তাপসী খান, ইয়াসমিন মুশতারী, ফাতেমাতুজ জোহরা, বাংলাদেশে বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ ও উপ-মহপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল। সঙ্গীত সন্ধ্যায় শিল্পী কামাল আহমেদ পরিবেশিত উল্লেখ্যযোগ্য গানগুলো হলে ইমন-পূরবী রাগে ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইলনা’, রামকেলি রাগে ‘যদি জানতেম আমার কিসেরও ব্যথা’, খাম্বাজ-পিলু রাগে ‘যদি তারে নাহি চিনি গো’ এবং বেহাগ রাগে ‘ভরা থাক স্মৃতিসুধায়’। গানের মাঝ বিরতিতে শিল্পী তার কর্ম ও সঙ্গীত জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা বক্তব্যে লীনা তাপসী খান বলেন, কামাল আহমেদ বরীন্দ্র চর্চায় নতুন মাত্রা যোগ করেছেন। তিনি গানের মাধ্যমে রবি ঠাকুরকে বোঝার চেষ্টা করেছেন। শিল্পী ফাতেমাতুজ জোহরা কামাল আহমেদের গায়কী ঢং ও শুদ্ধ সঙ্গীত চর্চার বিষটি সকলের কাছে তুলে ধরেন। বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) জনাব সালাহউদ্দিন আহমেদ বলেন, কামাল আহমেদ রবীন্দ্র চর্চার মাধ্যমে রবীন্দ্র সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে তিনি দেশের বাইরেও সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। মিলনায়তন ভর্তি দর্শকদের পিনপতন নীরবতায় সন্ধ্যা সাড়ে ছয়টায় কামাল আহমেদের পরিবেশনা শুরু হয়। তিনি গেয়ে শোনান একে একে ১৬টি গান। মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রোতারা শুনতে থাকেন শিল্পীর গান । দর্শকদের কাছে প্রতিটি গানের আবেদনই ছিল চিরন্তন। তার গাওয়া প্রতিটি গান বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন রাগ, কবির বয়স, দর্শন ও সামাজিক প্রেক্ষাপটকে তুলে এনেছেন।
×