ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদাতিকের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের সমাপনী আজ

প্রকাশিত: ০৩:৫৯, ১১ এপ্রিল ২০১৭

পদাতিকের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের সমাপনী আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ১১ এপ্রিল। বিশিষ্ট ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৪তম জন্মদিন আজ। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে পদাতিক নাট্য সংসদ। গত ৫ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ৭ দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-১৭’ শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচীর উদ্বোধন হয়। আজ এ উৎসবের শেষ দিন। এবারের উৎসবে দেশের ও দেশের বাইরের ১০টি নাটকের দল অংশ নেয়। আয়োজক পদাতিক নাট্য সংসদ ছাড়াও উৎসবে আরও অংশ নেয়, আরণ্যক নাট্য দল, থিয়েটার আর্ট ইউনিট, প্রাচ্যনাট, বটতলা, বাতিঘর, অন্বেষা থিয়েটার (ময়মনসিংহ) ও ভারতের কার্টেন কল। উৎসবে আজ জাতীয় নাট্যশালার মূল হলে নাগরিক নাট্যাঙ্গনের ‘ক্রীতদাসের হাসি’ এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মহাকালের ‘শিখ-ী কথা’ নাটক মঞ্চস্থ হবে। ৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বিগত বছরগুলোতে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারকপ্রাপ্তরা উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। ৭ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এবার এ সম্মাননা দেয়া হয়েছে এসএম সোলায়মান মরণোত্তর এবং লাকী ইনামকে। এছাড়া ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। সম্মানিত অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও মামুনুর রশীদ। ওইদিন জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের ‘কইন্যা’। একই সময়ে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় বটতলার ‘ক্রাচের কর্নেল’। দ্বিতীয় দিন ৬ এপ্রিল জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হয় ভারতের কার্টেন কল নাট্যদলের ‘পড়শী বসত করে’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পদাতিক নাট্য সংদদের ‘গহনযাত্রা’, ৭ এপ্রিল মূল হলে ভারতের কার্টেন কলের ‘অন্তবিহীন’, এক্সপেরিমেন্টাল হলে অন্বেষা থিয়েটারের ‘ভানু সুন্দরী’, ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পদাতিকের ‘কালরাত্রী’, ৯ এপ্রিল একই হলে থিয়েটার আর্ট ইউনিটের ‘আমেনা সুন্দরী’, ১০ এপ্রিল জাতীয় নাট্যশালার মূল হলে আরণ্যকের ‘দ্য জুবলী হোটেল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাতিঘরের ‘উর্ণাজাল’ নাটক মঞ্চস্থ হয়। উৎসবে প্রতিদিন বিকেল ৫টা হতে সন্ধ্যা ৬-৩০ মি পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টির কারণে দু একটি নাটকের দর্শক কম হয়েছে। তবে বর্ণাঢ্য আয়োজন এবং প্রচারের কারণে পদাতিকের এবারের উৎসবটি অনেকটাই প্রাণবন্ত ছিল।
×