ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিটেন ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায়

প্রকাশিত: ০৩:৫৬, ১১ এপ্রিল ২০১৭

ব্রিটেন ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করতে চায়

সেই চারশ’ বছর আগে ব্রিটিশরা বাণিজ্যতরী নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল। তার পরে টেমস-গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত (ব্রেক্সিট) নেয়ার পর আবার ভারতের সঙ্গে সেই পুরনো বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে ব্রিটেন। এমনকি ভারতের সঙ্গে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’তে যেতেও মরিয়া রানীর দেশ। ব্রিটেনের সেই বাধ্যবাধকতা বুঝে এখন নয়াদিল্লী ও লন্ডনের ওপর ভারতীয় পেশাদারদের জন্য ভিসা-নিয়ম শিথিল করার চাপ তৈরি করছে। এইচ-১বি ভিসা নিয়ে মার্কিন মুলুকে কড়াকড়ির আবহে যা তাৎপর্যপূর্ণ। ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড সম্প্রতি দিল্লিতে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠক করে বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কাঠামোর মধ্যে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইউনিয়নের বাকি দেশগুলোর সঙ্গে বাণিজ্য করব না, এমন কথা বলিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×