ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেভারেজ খাতে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব

প্রকাশিত: ০৩:৫৫, ১১ এপ্রিল ২০১৭

বেভারেজ খাতে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্ভাবনাময় বেভারেজ খাতে স্থানীয় পর্যায়ে ২৫ শতাংশ সম্পূরক শুল্ক হওয়ায় এ খাত সম্প্রসারিত হচ্ছে না। এ খাতের বিকাশে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ করার প্রস্তাব করেছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন (বিবিএমএ)। সোমবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনায় বিবিএমএ নেতারা এ প্রস্তাব করেন। বিবিএমএ মহাসচিব শেখ শামীম উদ্দিন বলেন, দেশীয় বেভারেজ খাতের বয়স বেশি নয়। এক সময় কোমল পানীয় আমদানি করতে হতো। বর্তমানে দেশের কোমল পানীয়র চাহিদার ৯০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান সভাপতিত্ব করেন।
×