ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোল টেবিল বৈঠক দেশে শিশু স্বাস্থ্যের উন্নতি লক্ষণীয় ॥ নাসিম

প্রকাশিত: ০৮:৫৩, ১০ এপ্রিল ২০১৭

গোল টেবিল বৈঠক দেশে শিশু স্বাস্থ্যের উন্নতি লক্ষণীয় ॥  নাসিম

স্টাফ রিপোর্টার ॥ করিমউদ্দীনের ৯ মাসের নাতি ফয়সালের পায়ে পানি জমেছে। চুলগুলো কালো বর্ণের বদলে বাদামী রং ধারণ করেছে। শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়েছে। দিশেহারা করিমউদ্দীন প্রাথমিকভাবে গ্রাম্য ডাক্তার দিয়ে নাতির চিকিৎসা বাবদ ৩ হাজার টাকা খরচ করেন। দরিদ্র করিমউদ্দীনের জমানো এই শেষ সম্বল ৩ হাজার টাকাও হাতছাড়া হয়ে যায়। এরপর উপজেলার বড় ডাক্তাররা তার নাতিকে ঢাকার শিশু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ধারদেনা করে তাই বেরিয়ে পড়লেন করিমউদ্দীন। ফেনী থেকে ঢাকা আসতেই ধার করা ১২০০ টাকার ১ হাজার টাকা শেষ হয়ে যায়। অবশেষে ঢাকা শিশু হাসপাতালের জরুরী বিভাগে এসে পৌঁছান করিমউদ্দীন ও তার পরিবার। এরপর অপুষ্টি ওয়ার্ডের ফ্রি বিছানায় বিনা পয়সায় চিকিৎসা শুরু হয় ফয়সালের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্দেশিত বিশেষভাবে তৈরি খাবারসহ অন্যান্য ওষুধের মাধ্যমে ফয়সালের চিকিৎসাসেবা শুরু হয়। কিছুদিন পরই হাসিমুখে সুস্থ ফয়সালকে নিয়ে বাড়ি ফেরেন করিমউদ্দীন। গত কয়েক দশকে বাংলাদেশে শিশু স্বাস্থ্যে ব্যাপক উন্নতি ঘটেছে। উন্নত চিকিৎসানীতি ও পদ্ধতি, রোগ প্রতিরোধ ব্যবস্থা সংক্রামক ব্যধির বিস্তারকে নিয়ন্ত্রণ করেছে। বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশ একটি দরিদ্রতম দেশ থেকে বর্তমানে ১১টি উঠতি অর্থনৈতিক দেশের একটি হয়ে দাঁড়িয়েছে। রবিবার পরিপ্রেক্ষিত আয়োজিত ‘শিশু স্বাস্থ্য ও পুষ্টি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মনজুর হোসেন এক প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করেন। এই প্রতিবেদনে তিনি করিমউদ্দীনের নাতি ফয়সালের কাহিনীও উল্লেখ করেন। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিগত কয়েক দশকে বাংলাদেশে শিশু স্বাস্থ্যের উন্নতি লক্ষণীয়। বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার কমেছে। সঙ্গে মাতৃমৃত্যুর হারও কমিয়ে আনতে সক্ষম হয়েছি আমরা। গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদ ও আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক।
×