ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাখালীর গুদামে আগুন রহস্যজনক

প্রকাশিত: ০৮:৫০, ১০ এপ্রিল ২০১৭

মহাখালীর গুদামে আগুন রহস্যজনক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত সরকারী পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামে রহস্যজনক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুদাম থেকে ওষুধসহ অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলার পর পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়ে প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। যাতে মালামাল সরানোর বিষয়টি ধরা পড়ার আর কোন সম্ভাবনা না থাকে। আগুন পুড়ে গেছে কোটি কোটি টাকার মালামাল। পুড়ে যাওয়া মালামালের মধ্যে মা ও শিশুর ওষুধসহ অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রই সবচেয়ে বেশি। এমন অগ্নিকা-ের ফলে সারাদেশে থাকা মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র, সূর্যের হাসি ক্লিনিকসহ পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীন হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে ওষুধসহ অন্যান্য সামগ্রীর ঘাটতি দেখা দিতে পারে। ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে যুগ্ম সচিব মোঃ আব্দুল মালেককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি এবং ফায়ার সার্ভিসের তরফ থেকে তিন সদস্যবিশিষ্ট পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×