ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ০৮:৪৯, ১০ এপ্রিল ২০১৭

খালেদার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর দুই মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গাড়ি পুড়িয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে দারুস সালাম থানায় দায়ের করা দুই মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নাশকতার দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগপত্র আমলে নেয়ার আদেশ কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে আদালত। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ তুলতে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে চেম্বার আদালত। মাদারীপুরের কালকিনিতে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যা মামলার হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপীল রাষ্ট্রপক্ষে শুনানি শেষ হয়েছে। রবিবার চেম্বার আদালত ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। কার্যতালিকা থেকে বাদ ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ তুলতে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে চেম্বার আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের একটি আবেদন শুনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রবিবার এ আদেশ দেন। ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম স্থগিতই থাকল বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। আদেশ স্থগিত ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিয়াজুল হককে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে কারণ উল্লেখ ব্যতীত তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে ঢাবি উপাচার্য, দুই উপ-উপাচার্য, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সাংবাদিক নির্যাতনে তদন্তের নির্দেশ ॥ মাদারীপুরের কালকিনিতে দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্তের এ প্রতিবেদন আগামী ১৪ মে আদালতে দাখিলের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে গাছে বেঁধে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে কেন আইনী ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শুনানি শেষ ॥ পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যা মামলার হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপীল রাষ্ট্রপক্ষে শুনানি শেষ হয়েছে। রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আজ সোমবার রাষ্ট্রপক্ষের যুক্তির পাল্টা জবাব পেশ করবে।
×