ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শন করলেন মক্কা ও মদিনার দুই ইমাম

প্রকাশিত: ০৫:২৮, ১০ এপ্রিল ২০১৭

নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শন করলেন মক্কা ও মদিনার দুই ইমাম

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদিনা শরীফের মসজিদে নববীর খতিব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শন করেছেন। এই সময় তাদের সাথে সৌদি আরবের অতিথিবৃন্দ এবং বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মকর্তাগণ ছিলেন। বিআইডব্লিউটিসির বিশেষ জাহাজ ‘মধুমতি’তে তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এই সময় নৌমন্ত্রী শাজাহান খান ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নৌ মন্ত্রণালয়ের আয়োজনে তিনঘণ্টাব্যাপী নৌভ্রমণের সময় বিদেশী অতিথিদের সম্মানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশসেরা শিল্পীরা হামদ, নাত পরিবেশন করেন। পদ্মাসেতু এলাকা পরিদর্শন শেষে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম সাংবাদিকদের কাছে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বিদেশী সাহায্য ছাড়া নিজস্ব অর্থায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মাসেতুর মতো এতবড় একটা প্রকল্প হাতে নিয়েছেন এজন্য শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. জ্ঞানরঞ্জন শীল, চট্টগ্রাম নৌবন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর জুলফিকার, মংলা নৌবন্দর চেয়ারম্যান কমডোর ফারুক হাসান, স্থলবন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের ডিজি মোঃ আরিফ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল প্রমুখ। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে জাহাজ ছেড়ে যায় দুপুর পৌনে একটায়। এর আগে অতিথিবৃন্দকে শিমুলিয়া ঘাটে উষ্ণ অভিনন্দন জানান নৌমন্ত্রী শাজাহান খান এমপি। পরে সেতু প্রকল্প এলাকা ঘুরে জাহাজে জোহর নামাজ ও মধ্যাহ্ন ভোজ সেরে আবার বিকেলে ফিরে আসে। বসন্তে পদ্মার আকর্ষণীয় রূপ আর পদ্মার চরের দৃশ্য দেখে বিমোহিত হন অতিথিগণ। পুরো নৌভ্রমণে নির্মল আনন্দ উপভোগ করেন তারা। পরে বিকেলে গাড়িতে চেপে শিমুলিয়া ঘাট থেকে রাজধানী ঢাকায় ফিরে যান অতিথিগণ।
×