ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাওড়ে বাঁধ ভেঙ্গে আড়াই হাজার কোটি টাকার ফসলহানি

প্রকাশিত: ০৫:২৬, ১০ এপ্রিল ২০১৭

হাওড়ে বাঁধ ভেঙ্গে আড়াই হাজার কোটি টাকার ফসলহানি

স্টাফ রিপোর্টার ॥ অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনায় হাওড়ের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে গিয়ে ফসলহানি হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকার। এ ফসলহানির জন্য জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দায়ী। অবিলম্বে তদন্ত কমিশন গঠন করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাওড় নিয়ে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তির সমন্বয়ে গঠিত হাওর এ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (হ্যাপ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফসলহানির এ তথ্য জানিয়ে দোষী কর্মকর্তাদের শাস্তির দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, হাওড় অঞ্চলে সম্প্রতি বাঁধ ভেঙ্গে কেবল সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ২ হাজার ৫৩ কোটি টাকার ফসলহানি হয়েছে। এই ফসলহানির জন্য পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দায়ী। অবিলম্বে একটি তদন্ত কমিশন গঠন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হ্যাপের যুগ্ম আহ্বায়ক ও নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেনÑ বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, জামালগঞ্জ উপজেলার হালির হাওড়ের কৃষক মাফিকুল ইসলাম, নেত্রকোনার ডিঙ্গাপোতা হাওড়ের নারায়ণ চন্দ্র দাশ, হ্যাপের আনিসুল ইসলাম, মণিষা বিশ্বাস, শেখর চন্দ্র, আসিফ খান ও মোসাব্বের হোসেন।
×