ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিস্তার বিকল্প প্রস্তাব মমতার

প্রকাশিত: ০৫:২৩, ১০ এপ্রিল ২০১৭

তিস্তার বিকল্প প্রস্তাব মমতার

জনকণ্ঠ ডেস্ক ॥ তিস্তায় ‘জল নেই’ দাবি করে পশ্চিমবঙ্গের উত্তরাংশের তিন-চারটি ছোট নদীর পানি বণ্টনের বিকল্প প্রস্তাব তুলেছেন মমতা ব্যানার্জী। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লীর রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি শেখ হাসিনাকে ‘বুঝিয়ে বলেছেন’। আমি একটি বিকল্প প্রস্তাব সবাইকে ভেবে দেখতে বলেছি। দুই সরকারকে। এটা আমি লাঞ্চেও বলেছি। আমাদের কিছু ছোট ছোট নদী আছে। যেগুলো জীবনে কখনও নার্চার হয়নি। যেগুলোর সঙ্গে বাংলাদেশের কানেকশনও আছে। সেখানে যদি আমরা দুটি দেশ স্টাডি করে কোন ভায়াবিলিটি দেখতে পাই, তাহলে কিছুটা আমরা শেয়ার করতে পারি। মমতা বলছেন, বাংলাদেশ জল পাক, তা তিনিও চান। কিন্তু তিস্তা থেকে দেয়ার উপায় তার নেই। আমি বলেছিলাম যে আমরা যদি একটু ভেবে দেখি, তিস্তায় যখন আমার প্রবলেম হচ্ছে, আর তিস্তাতে যেহেতু আমার গজলডোবা ব্যারাজ আছে, আমার জলের প্রবলেম আছে, ড্রিংকিং ওয়াটার, ফারমার্স, নানান প্রবলেম আছে। এই হিসেবে আমি তিন-চারটি নদীর নামও বলেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, তোর্সা, মানসাই, ধানসাই ও ধলোরার মতো কয়েকটি ছোট নদী আছে, যেগুলো বাংলাদেশে গিয়ে মিশেছে। বিডিনিউজ জানায়, যৌথ সমীক্ষা করে যদি সেসব নদী থেকে বাংলাদেশকে পানি দেয়ার সুযোগ থাকে, তাহলে তিনি তাতে রাজি আছেন। ছয় বছর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মমতার আপত্তিতে তা আটকে যায়। এরপর বিভিন্ন সময় ভারত সরকার এই চুক্তি সইয়ের বিষয়ে আশ্বাস দিলেও সমস্যার সমাধান হয়নি। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক হলেও তিস্তা বিষয়ে কোন ঘোষণা আসেনি। এর বদলে তিস্তার জট খোলার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য তিস্তা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিশ্রুতি এবং অব্যাহত চেষ্টা সম্পর্কে আমি আপনাকে (শেখ হাসিনা) এবং বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার ও আপনার সরকারই তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধানে পৌঁছতে পারবে।
×