ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিস্তা ফিরে পেয়েছে হারানো যৌবন

প্রকাশিত: ০৫:২৩, ১০ এপ্রিল ২০১৭

তিস্তা ফিরে পেয়েছে হারানো যৌবন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ উজান থেকে ধেয়ে আসা ঢল অব্যাহত রয়েছে তিস্তা নদীতে। গত সাতদিন ধরে তিস্তা ফিরে পেয়েছে তার হারানো যৌবন। তাই যৌবনের জোয়ারে ভাসছে তিস্তা নদীর পানির প্রবাহ। রবিবার বিকেল পর্যন্ত নদীর পানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার কিউসেকে। যা গত তিনদিন আগে ১৩ হাজার কিউসেক ছিল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তিস্তার পানি বৃদ্ধির সঠিক কারণ জানাতে পারেননি। পানির প্রবাহ কতদিন স্থায়ী হবে তা নিয়ে শঙ্কায় খোদ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তবে তিস্তাপারের মানুষজন মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চারদিনের সফরে ভারতে রয়েছেন। প্রধানমন্ত্রীর ভারত সফর যাওয়ার চারদিন পূর্ব হতেই তিস্তায় উজানের জোয়ার বইতে শুরু করে। তিস্তার পানি চুক্তির বিষয়টি এখনও অনিশ্চিত হলেও বর্তমানে তিস্তার উজানের জোয়ারকে অনেকে মনে করছেন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুফল বয়ে এনেছে। চুক্তি ছাড়াই হয়ত প্রয়োজনীয় পানি আসবে তিস্তায়। যা হয়ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাদুকরি পদক্ষেপ। তিস্তা ব্যারাজের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, উজানের জোয়ারের পানিতে তিস্তা এখন ভরে উঠেছে। এভাবে পানি পাওয়া গেলে তিস্তা ব্যারাজের কমান্ড এলাকায় শুষ্ক মৌসুমে সেচ প্রদানে বেগ পেতে হবে না।
×