ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিসরে কপটিক গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৩৬

প্রকাশিত: ০৫:২২, ১০ এপ্রিল ২০১৭

মিসরে কপটিক গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৩৬

জনকণ্ঠ ডেস্ক ॥ মিসরের উত্তরাঞ্চলে কপটিক খ্রীস্টানদের একটি গির্জায় বিস্ফোরণে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। রবিবার মিসরের রাজধানী কায়রোর উত্তরে তানতা শহরের সেন্ট জর্জ গির্জায় বিস্ফোরণে ২৫ জন এবং আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্কস কপটিক গির্জার বাইরে বিস্ফোরণে ১১ জন নিহত হয়। কপটিক গির্জাটির প্রধান পোপ দ্বিতীয় টোয়াড্রস এ সময় গির্জার ভেতরে ছিলেন। তবে তিনি অক্ষত আছেন। এ হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রাষ্ট্রীয় নাইল টিভি নিউজ এ খবর জানায়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পোপ টোয়াড্রস অক্ষত আছেন। পোপের সেক্রেটারি জানান, আলেকজান্দ্রিয়ায় গির্জার বাইরে এক আত্মঘাতী এ হামলার সঙ্গে জড়িত। তানতা শহরে প্রথম বিস্ফোরণের পর প্রাদেশিক গবর্নর আহমাদ দেইফ রাষ্ট্রীয় নাইল নিউজ চ্যানেলকে জানান, কেউ সেখানে একটি বোমা পুঁতে রেখেছিল অথবা কোন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল তারেক আতিয়া এএফপিকে বলেন, তানতায় বেদির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আরও কোন বিস্ফোরক আছে কি-না সেটা অনুসন্ধান করা হচ্ছে। এমন সময় বিস্ফোরণটি ঘটে যখন সবচেয়ে বেশি লোক সেখানে সমবেত হয়েছিল। এ ঘটনার পর আরও হামলার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী সতর্কতা জারি করেছে। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আগামী মাসে তার মিসর সফরে যাওয়ার কথা ছিল। সাম্প্রতিক বছরগুলোতে মিসরে কপটিক গির্জায় হামলার সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে ২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্টকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত এবং ইসলামপন্থীদের ওপর দমন-পীড়ন চালানোর পর হামলা বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় খ্রীস্টানদের সমর্থন রয়েছে বলে দোষারোপ করে আসছে তার সমর্থকরা। গত কয়েক বছর ধরে মিসরের সংখ্যালঘু খ্রীস্টানদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীরা। গত বছরের ডিসেম্বরে কায়রোর এক কপটিক গির্জায় প্রার্থনা চলাকালে এক বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছিল।
×